জানার আছে অনেক কিছু (কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস)!!!
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা ২০১৬
১। কম্পিউটার কী?
উত্তরঃ কম্পিউটার হল ক্যালকুলেশন সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত একটি ইলেক্ট্রনিক ডিভাইস।
২। ডি-মরগ্যানের সূত্রগুলো বিবৃত কর।
উত্তরঃ
৩। বুলিয়ান অ্যালজেবরা কী?
উত্তরঃ ১৮৪৭ সাওলে বিজ্ঞানী জর্জ বুল যুক্তিমূলক গণিতের নিয়ম আবিষ্কার করেন। আবিষ্কারকের নামানুসারে একে বুলিয়ান অ্যালজেবরা বলে।
৪। ফ্লিপ-ফ্লপ কী?
উত্তরঃ ফ্লিপ-ফ্লপ একটি বিশেষ ধরণের মেমোরি যা বুলিয়ান বীজগণিতের নিয়মে তৈরি করা হয়। যা একটি বাইনারি বিট (0 অথবা 1) সংরক্ষণ করতে পারে।
৫। কাউন্টার কী?
উত্তরঃ কাউন্টার একটি বিশেষ যুক্তি বর্তনী বা ডিজিটাল ডিভাইস যা এতে প্রদত্ত ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারে।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।
Leave a Reply