পিএম ফেলোশিপ/মোপা স্কলারশিপের আবেদনের জন্য অফার লেটার সংগ্রহের যতকথা


স্যার, স্বপ্ন দেখছেন, স্বপ্ন লালন করছেন কিন্তু তা বাস্তবে ধরা দিচ্ছে না, তাই তো!!! অনেকেই পিএম ফেলোশিপ বা মোপা (স্ট্রেংদেনিং প্রজেক্ট-২) স্কলারশিপের জন্য আবেদন করে প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েও চূড়ান্তভাবে নির্বাচিত হতে পারেন নি। সাময়িক ভাবে হয়তো হতাশ হয়েছেন। কিন্তু ভেবে দেখেছেন কী, কেন চূড়ান্তভাবে নির্বাচিত হতে পারেন নাই। চূড়ান্তভাবে নির্বাচিত হতে না পারার অনেকগুলো কারণগুলোর মধ্যে একটি হল অপেক্ষাকৃত লোয়ার র‍্যাংকড ইউনিভার্সিটি হতে অফার লেটার সংগ্রহ করেছেন। তাই ভাবছেন এবার একটি অপেক্ষাকৃত ভাল ইউনিভার্সিটি হতে অফার লেটার নিবেন। এজেন্টকে বলে রেখেছেন, ভাই আমি এই …… ইউনিভার্সিটির অফার চাই। উনি বলছেন দিবেন। কিন্তু কয়েকদিন পর আপনাকে হয়ত ফোন দিয়ে বলবে স্যার এই …… ইউনিভার্সিটি থেকে অফার নেন। আপনাকে ইউনিভার্সিটি থেকে এত পাউন্ড স্কলারশিপ নিয়ে দিবে, পড়াশোনো সহজ লন্ডনের কাছে ইত্যাদি। কারণ হল উচ্চতর র‍্যাকিং এ অবস্থানরত ইউনিভার্সিটির সাথে তাদের হয়ত পার্টনারশিপ নেই বলে তারা আপনাকে তাদের মনোনিত ইউনিভার্সিটি হতে অফার এনে দিবে। এই হল প্রাথমিক কাহিনী। তাহলে আমি করব? হ্যাঁ, আপনার এই প্রশ্নের উত্তর হল আপনাকে নিজে আবেদন করা শিখতে হবে। ইউনিভার্সিটিগুলো তাদের ওয়েবসাইটে খুবই সহজ পদ্ধতিতে একাউন্ট ক্রিয়েট করে প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্ট আউলোড করে আপনি আবেদন সম্পন্ন করতে পারেন। আবেদন করার সময় আপনি দেখতে পারবেন ঐ ইউনিভার্সিটির সাথে বাংলাদেশের কোন এজেন্টের সাথে পার্টনারশিপ আছে। তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি আবেদনটিতে এজেন্টেকে সংশ্লিষ্ট করবেন কিনা।

কিন্তু সমস্যাটা হল বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটগুলোর কোর্স এবং সুপারভাইজর (প্রফেসর) এবং স্কলারশিপ সংক্রান্ত এত বেশি লিংকড পেজ থাকে যে, আপনি পেজ গুলোতে ভিজিট করতে করতে আপনি কী করতে চাচ্ছেন, বা কোন পেজে থাকবেন সেটাই হয়তো ভুলে যাবেন। এটাতো গেলো একটিমাত্র ইউনিভার্সিটির কথা, এরকম অনেক ইউনিভার্সিটির অনেক বিষয়ের অনেক কোর্সের অনেক পেজ আছে সেটা না হয় বাদই দিলাম।

একথা বলে বা শুনে লাভ কী? হ্যাঁ, ঠিক ধরেছেন স্যার। এই পেজে থাকছে বিষয়ভিত্তিক ইউনিভার্সিটির লিংক, আইএলটিএস স্কোর সহ আবেদনের সর্বনিম্ন যোগ্যতা। তাই সময় নষ্ট না করে আপনার পছন্দমত কোর্সটিতে ক্লিক করে ভিজিটি করুন বিশ্বের নামিদামি অনেক ইউনিভার্সিটির ওয়েবসাইট আর পূরণহোক আপনার বহু বছরের লালিত স্বপ্ন।

1. Economics অর্থনীতি

কোর্সের নামইউনিভার্সিটি এবং লিংকআবেদনের যোগ্যতা আইএলটিএস স্কোর
Financial Economics MSC
About the Course
University of Oxford
Ranking: 01
How to Apply
a first-class or a very strong upper second-class undergraduate degree with honours in economics.
কোর্সের নামইউনিভার্সিটি এবং লিংকআবেদনের যোগ্যতা আইএলটিএস স্কোর
Financial Economics MSC
About the Course
University of Oxford
Ranking: 01
How to Apply
a first-class or a very strong upper second-class undergraduate degree with honours in economics.

বিস্তারিত এখানে

2. Education শিক্ষা

পেজটি শীঘ্রই আপডেট হবে।

Leave a Reply

Your email address will not be published.