সাইট ও লেখক পরিচিতি
ফিজিক্স প্লাস আইসিটি (Physics Plus ICT) সাইটটি বাংলা ভাষায় নির্মিত হওয়ায় বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের পাঠ প্রস্তুতিতে সহায়ক হবে।
সাইটটির উদ্দেশ্যঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসের অন্তভূক্ত পদার্থবিজ্ঞান বিভাগ (অনার্স এবং মাস্টার্স) এর সিলেবাস অনুযায়ী সকল কোর্সের বিষয়বস্তুকে এই সাইটটিতে তুলে ধরা হয়েছে। স্নাতক এবং স্নাতোকত্তর পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ এই সাইটটি থেকে তাদের একাডেমিক জ্ঞানভান্ডার কে সমৃদ্ধ করতে পারবে। এমনকি উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীবৃন্দও পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং ২য় পত্র সহ আইসিটি বিষয়ের বিভিন্ন প্রশ্নের (সৃজনশীল প্রশ্ন ) সহজ সমাধান এই সাইট থেকে পড়ে নিতে পারবে।
সাইটির প্রধান বৈশিষ্ট্যসমূহঃ
(১) সাইটটি বাংলা ভাষায় নির্মিত;
(২) সাইটটি সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে অ্যাকসেস করতে পারবে;
(৩) উচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের পদার্থবিজ্ঞান সম্পর্কিত বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশ্নের সহজ সমাধান;
(৪) উচ্চমাধ্যমিক আইসিটি বিষয়ের বিভিন্ন টপিকসের উপর সহজবোধ্য ব্যাখ্যা এবং সৃজনশীল প্রশ্নের সমাধান;
(৫) বিভিন্ন জটিল টপিকসের উপর ভিডিও লেকচারের লিঙ্ক।
লেখক পরিচিতিঃ
Physics Plus ICT ওয়েবসাইটটির ডিজান, ডেভলভমেন্ট সহ সকল কন্টেন্টের রচয়িতা হলেন –

মোঃ দেলোয়ার হোসেন
প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ
সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া
বিসিএস সাধারণ শিক্ষা (৩৩-তম ব্যাচ)
শিক্ষা ও কর্মজীবনঃ
লেখক মোঃ দেলোয়ার হোসেন ১৯৮৯ সালের ৪ জানুয়ারি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের বাজারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন শুরু হয় কোদালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তৎকালীন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে তার প্রাথমিক শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। এরপর তিনি কোদালকাটি সাদাকাত হোসেন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করলেও নবম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, ময়মনসিংহ এ পড়াশুনা করেন। তিনি অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন এবং কুড়িগ্রাম জেলা সমন্বিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। তার কলেজ জীবন অতিবাহিত হয় কেবি কলেজে, ময়মনসিংহে শিক্ষা লাভ করার মাধ্যমে। ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অ্যাপ্লায়েড ফিজিক্স, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রি (১ম শ্রেণি) এবং ২০১৫ সালে একই বিভাগে এবং একই বিশ্ববিদ্যালয় হতে স্নাতোকত্তর ডিগ্রি (১ম শ্রেণি, তৃতীয় স্থান) লাভ করেন।
তিনি ২০১৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রভাষক, পদার্থবিদ্যা হিসেবে সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ, লালমনিরহাটে প্রথম যোগদান করেন। সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ, লালমনিরহাট এ ২০১৭ সালের ২০ এপ্রিল পর্যন্ত কর্মরত থাকেন। অতঃপর তিনি ২০১৭ সালের ২২ এপ্রিল থেকে অদ্যাবধি সরকারি শাহ্ সুলতান কলেজে, বগুড়াতে পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
Leave a Reply