সার্বনীন গেইট (NAND, NOR)


মানবদেহ বা যেকোনো জীবের দেহ গঠনে কোষ যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ডিজিটাল ইলেকট্রনিকস জগতে লজিক গেইট ঠিক ততটাই ভূমিকা রাখে। যে কোনো ধরণের ডিজিটাল সার্কিট (কম্পিউটার, ক্যালকুলেটর, মোবাইল ফোন) তৈরিতে লজিক গেইট কার্যকরী ভূমিকা রাখে। মৌলিক গেইট তিনটি যথা- AND, OR এবং NOT গেইট। মৌলিক গেইট দিয়ে যে কোনো ধরণের সার্কিট তৈরী করা যায়। আবার দুটি যৌগিক গেইট আছে যেমন NAND এবং NOR যারা একই সাথে দুটি মৌলিক গেইটের কাজ করে থাকে। যেমন NAND গেইট একই সাথে AND এবং NOT গেইটের কাজ করে। NOR গেইট একই সাথে OR এবং NOT গেইটের কাজ করে থাকে।

সার্বজনীন গেইট হল ঐ সকল গেইট যাদের সাহায্যে যে কোনো ধরণের লজিক সার্কিট বা ডিজিটাল সার্কিট বাস্তবায়ন করা যায় । বাস্তবায়ন করার অর্থ হল তৈরি করা যায়।

যেমন, NOR গেইট হল একটি সার্বজনীন গেইট। এর অর্থ হল শুধুমাত্র NOR গেইটের সাহায্যে প্রত্যেকটি মৌলিক গেইট বাস্তবায়ন করা যায়। আগেই বলা হয়েছে, মৌলিক গেইট দিয়ে যে কোনো ধরণের লজিক সার্কিট তৈরি করা যায়। তার মানে, শুধুমাত্র NOR গেইট দিয়ে যে কোনো ধরণের লজিক সার্কিট তৈরি করা যায়।

অনুরুপভাবে, NAND গেইটের সার্বজনীনতা প্রমাণ করা যায়।

আরও বিস্তারিত জানার জন্য নিচের লিংকে ক্লিক করন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *