প্রশ্নঃ আমি/আমরা/পৃথিবী আজ এই মুহুর্তে মহাবিশ্বের যে পজিশনে অবস্থান করছি, ঠিক কত বৎসর পর আবার ঐ পজিশনে ফিরে আসব?

উত্তরঃ মহাবিশ্বে বা স্পেসে অবস্থানরত কোনো বস্তুই স্থির নয়। সাম্যাবস্থানে থাকতে হলে বা নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করতে হলে বস্তু/উপগ্রহ/গ্রহ/নক্ষত্র গুলোকে অবশ্যই ঘুরতে হবে। বৃত্ত/উপবৃত্তের যেমন কেন্দ্র থাকে, ঠিক তেমনি ঘুরতে হলে অবশ্যই কাউকে না কাউকে কেন্দ্র করে ঘুরতে হয়।
কম্পিউটারের সিডি বা ডিভিডি যখন ঘোরে তখন সিডির উপর অবস্থিত প্রতিটি বিন্দুকণাই ঘুরতে থাকে। ঠিক তেমনি পৃথিবী যেমন ঘুরছে, পৃথিবীতে অবস্থিত প্রতিটি স্থান একই কৌণিক বেগে ঘুরছে। সরল কথা এই যে আমিও ঘুরছি। পৃথিবী যে বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে আমিও সেই বেগেই সূর্যকে প্রদক্ষিণ করছি। পৃথিবীর মতই অন্যান্য সকল গ্রহই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। ছোট বড় সবাই আমরা এই পর্যন্ত ভালভাবে জানি। একারণে আমি বলতে পারি যে আমি এই মুহুর্তে যে অবস্থানে আছি, ৩৬৫ দিন পর আবার সেই অবস্থানে ফিরে আসব। কারণ সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে প্রায় ৩৬৫ দিন।
কিন্তু এটাও সত্যি যে, সৌরজগতের হার্ট হল সূর্য। এই সূর্যও স্থির নয়। সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সি পথে মিল্কিওয়ের কেন্দ্র কে টার্গেট করে ঘুরছে। সূর্য একা নয় তার সৌরজগতে অবস্থিত সকল বস্তু (গ্রহ/উপগ্রহ/উল্কা/নিহারীকা/সকল প্রাণি/বায়ু মন্ডল) সকল কে নিয়েই ঘুরছে। সূর্য যদি আমাদেরকে মানে পৃথিবীকে নিয়ে না ঘুরত তাহল মাঝে মধ্যে আমরা সূর্যকে হারিয়ে ফেলতাম। কন্তু এটা তো হচ্ছে না। তাই যদি হয় তাহলে ঐ প্রশ্নের উত্তর আর সাধারণভাবে ৩৬৫ দিন হতে পারে না। তাহলে কত?
সূর্য তার কক্ষপথে একবার মিল্কিওয়ে প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ২৫০ মিলিয়ন বছর। এর অর্থ এই যে সূর্য ২৫০ মিলিয়ন বছর পরে একবার ঘুর্ণন শেষ করে তার আগের জায়গায় ফিরে আসে। পৃথিবী যদিও ৩৬৫ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবী ৩৬৫ দিন নয় ২৫০ মিলিয়ন বছর পরে মহাবিশ্বের যে অবস্থানে ছিল সেই অবস্থানে পুনরায় ফিরে আসে। আমার বা আপনার ক্ষেত্রেও ঠিক ২৫০ মিলিয়ন বছরই হবে, তাই নয় কী?
Leave a Reply