জানার আছে অনেক কিছু!!!


জ্ঞানমূলক প্রশ্নের সহজ সমধান

১। প্রবাহী পদার্থ কাকে বলে?

উত্তরঃ যে সকল পদার্থ বাধা না পেলে অবিরাম চলতে থাকে তাকে প্রবাহী পদার্থ বলে।

যেমন- তরল এবং বায়বীয় পদার্থ

২। সমরেখ/ধারারেখ/শান্ত প্রবাহ কাকে বলে?

উত্তরঃ প্রবাহীর বিভিন্ন অণুগুলো যদি এর গতিপথের সাথে সমান্তরালভাবে চলে, তবে সেই প্রবাহকে সমরেখ/ধারারেখ/শান্ত প্রবাহ বলে।

৩। বিক্ষিপ্ত/অশান্ত প্রবাহ কাকে বলে?

উত্তরঃ প্রবাহীর বিভিন্ন অণুগুলো যদি এর গতিপথের সাথে সমান্তরালভাবে না চলে, তবে সেই প্রবাহকে বিক্ষিপ্ত/অশান্ত প্রবাহ বলে।

৪। সংকট বেগ কাকে বলে?

উত্তরঃ প্রবাহীর বেগ একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকল গতি ধারারেখ বা শান্ত থাকে। প্রবাহীর বেগের সর্বোচ্চ যে মানের জন্য একটি প্রবাহ ধারারেখ/শান্ত থাকে তাকে সংকট বেগ।

প্রবাহীর বেগ সংকট বেগ অতিক্রম করলে ধারারেখ প্রবাহ বিক্ষিপ্ত প্রবাহে রুপ নেয়।

৫। সান্দ্রতা কাকে বলে?

উত্তরঃ যে ধর্মের কারণে প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভন্ন স্তরের মধ্যে বিদ্যমান আপেক্ষিক বেগকে রোধ (কমানোর/শূন্য করার) চেষ্টা করে তাকে সান্দ্রতা বলে।

সান্দ্রতা তরল এবং বায়বীয় উভয় ধরণের প্রবাহীর বৈশিষ্ট্য।  

৬। সান্দ্রতা গুণাংক কাকে বলে?

উত্তরঃ একক ক্ষেত্রফল বিশিষ্ট প্রবাহীর কোন স্তরে একক বেগ অবক্রম বজায় রাখতে যে পরিমাণ সান্দ্র বলের প্রয়োজন হয় তাকে সান্দ্রতা গুণাংক কাকে বলে।

৭। সান্দ্রতা গুণাংকের একক লিখ।

\fn_phv Nsm^{-2}

৮। পয়সুলির সমীকরণের ভুল দুটি কী কী?

উত্তরঃ গতিশক্তি জনিত এবং ত্বরণ জনিত ত্রটি।

৯। সান্দ্র তরলের মধ্য দিয়ে পতনশীল একটি ক্ষুদ্র গোলকের বেগের জন্য সৃষ্ট স্টকসের সমীকরণ লিখ।

\fn_jvn \large {\color{Blue} v = \frac{{2{r^2}}}{9}\frac{{\left( {\rho - \sigma } \right)g}}{\eta }}

১০। রেনল্ড সংখ্যা কী?

\fn_jvn \large {\color{Blue} {v_c} = R\frac{\eta }{{\rho A}}}

এখানে R কে রেনল্ড সংখ্যা বলে।

১১। সান্দ্রতা গুণাংক নির্ণয়ে যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম কী?

উত্তরঃ ভিসকোমিটার

১২। তরলের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব লিখ।

উত্তরঃ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তরলের সান্দ্রতা লক্ষণীয়ভাবে হ্রাস পায়। অর্থাৎ উচ্চ তাপমাত্রায় যে কোনো তরল অধিকতর অবাধ প্রবাহী হতে পারে।

১৩। গ্যাসের সান্দ্রতা উপর তাপমাত্রার প্রভাব লিখ।

উত্তরঃ গ্যাসের অনূসমূহের স্তরের মধ্যে প্রবাহের সময় এক স্তর থেকে আরের স্তরে ভরবেগের স্থানান্তরের কারণে ঘর্ষণজনিত বল উৎপন্ন হয়। এর ফলে সান্দ্রতা উদ্ভব ঘটে। তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুর ইতস্তত ভ্রমণের জন্য ভরবগের স্থানান্তর ঘটে এবং ঘর্ষণজনিত বাধাও বৃদ্ধি পায় ফলে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়।

১৪। নিউটনিয় এবং অনিউটনিয় তরল কাকে বলে?

উত্তরঃ যে সকল তরল নিচের সমীকরণটি মেনে চলে তাকে নিউটনিয় তরল বলে।

\fn_jvn \large {\color{Blue} \frac{F}{A} = \eta \frac{{{\text{d}}v}}{{{\text{d}}y}}}

যে সকল তরল নিচের সমীকরণটি মেনে চলে না তাকে অনিউটনিয় তরল বলে।

১৫। তেল ও মধুর মধ্যে কোনটির সান্দ্রতা বেশি?

উত্তরঃ মধুর

১৬। ধারারেখ প্রবাহের সংজ্ঞা দাও।

উত্তরঃ প্রবাহীর বিভিন্ন অণুগুলো যদি এর গতিপথের সাথে সমান্তরালভাবে চলে, তবে সেই প্রবাহকে সমরেখ/ধারারেখ/শান্ত প্রবাহ বলে।

১৭। সমপ্রবাহ বলতে কী বুঝ?

উত্তরঃ গতিকালে যদি প্রবাহীর সর্বোত্র প্রবাহীর বেগ একই থাকে, তবে প্রবাহীর গতিকে সমপ্রবাহ বলে।

১৮। রেনল্ডের সংখ্যা কত হলে একটি প্রবাহ শান্ত হয়?

উত্তরঃ 1000 এর চেয়ে কম হলে।  

১৯। অসমপ্রবাহ কাকে বলে?

উত্তরঃ গতিকালে যদি প্রবাহীর সর্বোত্র প্রবাহীর বেগ একই না থাকে, তবে প্রবাহীর গতিকে অসমপ্রবাহ বলে।

২০। পয়েস কী?

উত্তরঃ সিজিএস পদ্ধতিতে সান্দ্রতা গুণাংকের একক হল পয়েস।

২১। এক পয়েসের সংজ্ঞা দাও।

উত্তরঃ1cm2 ক্ষেত্রফল বিশিষ্ট প্রবাহীর কোনো স্তরে একক বেগ অবক্রম বজায় রাখতে যদি স্তরের স্পর্শক বরাবর 1 ডাইন পরিমাণ সান্দ্রবল ক্রিয়াকরে তবে ঐ প্রবাহীর সান্দ্রতা গুণাংককে 1 পয়েস বলে।

২২। সংকট বেগের সূত্র লিখ।  

উত্তরঃ বিজ্ঞানী রেনল্ড সংকট বেগের ক্ষেত্রে নম্নোক্ত তিনটি সূত্র প্রস্তাব করেন-

  1. তরলের সংকট বেগ তার সান্দ্রতা গুণাংকের সমানুপাতিক।
  2. তরলের সংকট বেগ এর ঘনত্বের ব্যস্তানুপাতিক।
  3. তরলের সংকট বেগ যে নলে প্রবাহিত হয় তার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক।

২৩। সান্দ্রতা গুণাংকের মাত্রা সমীকরণ লিখ।

\fn_jvn \large {\color{Blue} \left[ \eta \right] = \left[ {M{L^{ - 1}}{T^{ - 1}}} \right]}

২৪। রেনল্ডের সমীকরণ লিখ।

উত্তরঃ সংকট বেগের সমীকরণ,

\fn_jvn \large {\color{Blue} {v_c} = R\frac{\eta }{{\rho A}}}

রেনল্ডের সমীকরণ,

\fn_jvn \large {\color{Blue} R = \frac{{{v_c}\rho A}}{\eta }}

২৫। রেনল্ডের সংখ্যার মান কত?

উত্তরঃ সিলিন্ডার আকৃতির সরু নলে সংকট বেগবিশিষ্ট রেনল্ডের সংখ্যার মান প্রায় 2000

২৬। স্টোকস এর সমীকরণ লিখ।

\fn_jvn \large {\color{Blue} v = \frac{{2{r^2}}}{9}\frac{{\left( {\rho - \sigma } \right)g}}{\eta }}

২৭। ক্ষণস্থায়ী স্থিতিস্থাপকতা কী?

\fn_jvn \large {\color{Blue} \eta=\frac{\frac{F}{A}}{\frac{dv}{dy}}} 

এই রাশিমালার সাথে দৃড়তা গুণাংকের সাদৃশ্য থাকায় বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেন কঠিন পদার্থের ন্যায় প্রবাহীরও দৃঢ়তার অধিকারী যা ক্ষণস্থায়ী। প্রবাহীর এরুপ ক্ষণস্থায়ী দৃঢ়তাকে স্থিতিস্থাপকতা বলে।

২৮। তরল পদার্থের সান্দ্রতা গুণাংক নির্ণয় পদ্ধতিগুলো কী কী?

উত্তরঃ তরল পদার্থের সান্দ্রতা গুণাংক নির্ণয়ের পদ্ধতি দুটি হল-

  1. পয়সুলির পদ্ধতি;
  2. স্টোকস এর পদ্ধতি।

২৯। তরলের সান্দ্রতার উপর তাপমাত্রা প্রভাব কী?

উত্তরঃ তাপমাত্রা বৃদ্ধি করলে তরলের সান্দ্রতা হ্রাস পায়।

৩০। রেনল্ডের সংখ্যা কোন ধরণের নলের ক্ষেত্রে প্রযোজ্য?

উত্তরঃ সরু ছিদ্র বিশিষ্ট সিলিন্ডার আকৃতির নলের ক্ষেত্রে প্রযোজ্য।

৩১। তরলের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কিত সমীকরণটি লিখ।

\fn_jvn \large {\color{Blue} {\eta _c} = \frac{{{\eta _o}}}{{1 + \alpha t + \beta {t^2}}}}

এখানে,

\fn_jvn \large {\color{Blue} {\eta _c} = {t^o}C} তাপমাত্রায় তরলের সান্দ্রতা গুণাংক

\fn_jvn \large {\color{Blue} {\eta _o} = {0^o}C} তাপমাত্রায় তরলের সান্দ্রতা গুণাংক

\fn_jvn \large {\color{Blue} t=} তাপমাত্রা 

\fn_jvn \large {\color{Blue} \alpha ,\beta = }  ধ্রবক 

৩২। গ্যাসের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব কী?

উত্তরঃ গ্যাসের অনূসমূহের স্তরের মধ্যে প্রবাহের সময় এক স্তর থেকে আরের স্তরে ভরবেগের স্থানান্তরের কারণে ঘর্ষণজনিত বল উৎপন্ন হয়। এর ফলে সান্দ্রতা উদ্ভব ঘটে। তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুর ইতস্তত ভ্রমণের জন্য ভরবগের স্থানান্তর ঘটে এবং ঘর্ষণজনিত বাধাও বৃদ্ধি পায় ফলে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়।

৩৩। বার্ণোলির সমীকরণ লিখ।

\fn_jvn \large {\color{Blue} \frac{P}{\rho } + gh + \frac{1}{2}{v^2} = }ধ্রবক 

এখানে, P= কোনো নলের দুই মুখের চাপের পার্থক্য;

h= নলের দুই মুখের উচ্চতার পার্থক্য;  

v=নলের কোনো ছেদে অসংনম্য প্রবাহীর ধারারেখ প্রবাহের বেগ;  

ρ= অসংনম্য প্রবাহীর ঘনত্ব।

৩৪। তরলের সান্দ্রতার উপর চাপের প্রভাব কী?

উত্তরঃ কোনো তরলের চাপ বৃদ্ধি করলে এর সান্দ্রতা বৃদ্ধি পায়।

৩৫। কক্ষ তাপমাত্রার পানির চেয়ে গ্লিসারিনের সান্দ্রতা সহগ কত গুণ বেশি?

উত্তরঃ ১০০০ গুণ বেশি।

৩৬। অনবচ্ছেদ সমীকরণটি লিখ।  

\fn_jvn \large {\color{Blue} \alpha \rho v = const}

\fn_jvn \large {\color{Blue} \alpha=} প্রবাহী নলের কোনো স্থানের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল; 

\fn_jvn \large {\color{Blue} \rho = } প্রবাহীর ঘনত্ব;

\fn_jvn \large {\color{Blue} v =} প্রবাহীর বেগ। 

৩৭। কোন অনুভূমিক নলে বার্ণোলির সমীকরণ লিখ।

\fn_jvn \large {\color{Blue} \frac{P}{\rho } + g + \frac{1}{2}{v^2} = }ধ্রবক 

৩৮। টরিসেলির উপপাদ্য বিবৃত কর।

উত্তরঃ “কোনো তরলপূর্ণ পাত্রের নিচের ছিদ্র দিয়ে নির্গত তরলের বেগ হবে অভিকর্ষ বলের প্রভাবে তরলের মুক্ত পৃষ্ঠ হতে বিনা বাধায় ঐ ছিদ্র পর্যন্ত পতিত বস্তুর বেগের সমান।”

৩৯। ভেনচুরিমিটার কী?

উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে কোনো অসম প্রস্তচ্ছেদের নলের মধ্য দিয়ে তরলের ধারারেখ প্রবাহের হার নির্ণয় করা হয় তাকে ভেনচুরিমিটার বলে।

৪০। পয়সুলির সমীকরণ লিখ।

\fn_jvn \large {\color{Blue} \eta = \frac{{\pi {{\Pr }^4}}}{{8Vl}}}

এখানে, 

P=নলের দুই মুখের চাপের পার্থক্য; 

r=নলের ব্যাসার্ধ;

η=প্রবাহীর সান্দ্রতা;

V=প্রতি সেকেন্ডে প্রবাহির পানির আয়তন। 

Leave a Reply

Your email address will not be published.