জানার আছে অনেক কিছু!!!


জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সহজ সমাধান।

১। তড়িৎ ক্ষেত্রে বিভব বলতে কী বুঝ?

অসীম দূরত্ব থেকে একটি একক ধনচার্জকে (ধনাত্বক চার্জ ) তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ঐ বিন্দুর বিভব বলে।

যদি +q চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে বাহ্যিক বল দ্বারা কৃতকাজ W হয় তবে ঐ বিন্দুর তড়িৎ বিভব,

২। তড়িৎ বিভবের একক লিখ।

তড়িৎ বিভবের এস.আই. একক হলো ভোল্ট (V)।

৩। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 50V বলতে কী বুঝ?

তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব 50V বলতে বোঝায় যে, “অসীম থেকে এক কুলম্ব ধনাত্বক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ঐ বিন্দুতে নিয়ে আসতে 50J কাজ করতে হবে। “

৪। কখন একটি আহিত পরিবাহীর বিভব শূন্য হয়?

কোনো আহিত পরিবাহীকে ভূ-পৃষ্ঠের সাথে সংযুক্ত করলে তার বিভব শূন্য হয়।

৫। পৃথিবীর বিভব কত?

পৃথিবীর বিভব শূন্য।

৬। বিন্দু চার্জ কী?

অতিক্ষুদ্র আকারের চার্জিত বস্তুকে বিন্দু চার্জ বলে।

৭। তড়িৎ ক্ষেত্রের বিভব কোন ধরণের রাশি?

তড়িৎ বিভব যেহেতু কাজ, সেহেতু বিভব একটি স্কেলার রাশি।

৮। বিভব পার্থক্যের সংজ্ঞা দাও।

তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু হতে ওপর বিন্দুতে একটি একক ধনচার্জকে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে ঐ দুটি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য বলে।

৯। তড়িৎ বিভব কী?

অসীম দূরত্ব থেকে একটি একক ধনচার্জকে (ধনাত্বক চার্জ ) তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ঐ বিন্দুর বিভব বলে।

১০। তড়িৎ বিভবের গাণিতিক রাশিমালা লিখ।

বিন্দু আধান q হতে r দূরত্বের কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা,

১১। এক ভোল্টের সংজ্ঞা দাও।

অসীম দূরত্ব থেকে একক ধনাত্বক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে যদি এক জুল পরিমাণ কাজ সম্পাদিত হয় তবে ঐ বিন্দুর বিভবকে এক ভোল্ট বলে।

১২। তড়িৎ বিভব কোন ধরণের রাশি?

তড়িৎ বিভব যেহেতু কাজ এবং চার্জের পরিমাণের উপর নির্ভর করে সেহেতু তড়িৎ বিভব একটি স্কেলার রাশি।

১৩। ইলেকট্রন ভোল্ট (eV) কী?

ইলেকট্রন ভোল্ট হল শক্তির একটি একক। একটি ইলেকট্রন মুক্তভাবে এক ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করতে যে পরিমাণ কাজ সম্পাদন করে তাকে এই ইলেকট্রন ভোল্ট বলে।

একটি ইলেকট্রন মুক্তভাবে এক ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করতে যে পরিমাণ গতিশক্তি অর্জন করে তাকে এই ইলেকট্রন ভোল্ট বলে।

১৪। এক ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা দাও।

একটি ইলেকট্রন মুক্তভাবে এক ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করতে যে পরিমাণ কাজ সম্পাদন করে তাকে এই ইলেকট্রন ভোল্ট বলে।

১৫। ইলেকট্রন ভোল্ট এবং জুলের মধ্যে সম্পর্ক লিখ।

১৬। সমবিভব রেখা বলতে কী বুঝ?

কোনো তলের উপর উপরস্থিত সমবিভব বিশিষ্ট বিন্দুগুলোর সংযোজক রেখাকে সমবিভব রেখা বলে।

১৭। ভোল্ট কাকে বলে?

অসীম দূরত্ব থেকে একক ধনাত্বক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে যদি এক জুল পরিমাণ কাজ সম্পাদিত হয় তবে ঐ বিন্দুর বিভবকে এক ভোল্ট বলে।

১৮। তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক সমীকরণটি লিখ।

১৯। তড়িৎ বিভব কোন ধরণের রাশি?

স্কেলার রাশি।

২০। তড়িৎ বিভব শক্তি বলতে কী বুঝ?

কতিপয় চার্জ বিন্দু দ্বারা গঠিত একটি সিস্টেমের তড়িৎ বিভব শক্তি হলো ঐ বিন্দুগুলোকে অসীম দূরত্ব থেকে একত্র করতে যে পরিমাণ কাজ করতে তার সমান।

২১। ভ্যান-ডি-গ্রাফ জেনারেটর কী?

বিজ্ঞানী ভ্যান-ড-গ্রাফ 50 মেগা ভোল্ট পর্যন্ত উচ্চ ভোল্টেজ উৎপন্ন করতে পারে একটি জেনারেটর সৃষ্টি করেন। তার নামানুসারে এটির নাম রাখা হয় ভ্যান-ডি-গ্রাফ জেনারেটর।

Leave a Reply

Your email address will not be published.