জানার আছে অনেক কিছু!!!
জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সহজ সমাধান।
১। পরিবর্তী প্রবাহ কাকে বলে?
যে প্রবাহের মান ও দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে পরিবর্তী প্রবাহ বলে।
২। পরিবর্তী প্রবাহের সমীকরণ লিখ।

৩। পরিবর্তী তড়িচ্চালক শক্তি কী?
যে তড়িচ্চালক শক্তির ক্রিয়ায় বর্তনীর তড়িৎ প্রবাহের মান ও দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে পরিবর্তী তড়িচ্চালক শক্তি বলে।
৪। পরিবর্তী তড়িচ্চালক শক্তির সমীকরণ লিখ।

৫। প্রবাহের শীর্ষ মানের সংজ্ঞা দাও।
পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মানকে এর শীর্ষ মান বা বিস্তার বলে।
৬। পরিবর্তী প্রবাহের পূর্ণ চক্র কী?
পরিবর্তী প্রবাহের মান শূন্য হতে বেড়ে শীর্শ মান, শীর্ষ মান হতে কমে শূন্য মানে এসে আবার বিপরীত অভিমুখে বেড়ে শীর্ষ মান হয়ে কমে শূন্য মানে পৌছালে তাকে পূর্ণ চক্র বলে।
৭। পর্যায়কাল কী?
পরিবর্তী প্রবাহের একটি পূর্ণ চক্র সম্পন্ন হতে যে সময়ের প্রয়োজন হয় তাকে পর্যায়কাল বলে । একে T দিয়ে প্রকাশ করা হয়।
৮। পর্যায়কালের রাশিমালা লিখ।

৯। কম্পাঙ্ক কী?
পরিবর্তী প্রবাহে প্রতিসেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে।
১০। কম্পাঙ্কের রাশিমালা লিখ।

১১। পরিবর্তী কারেন্টের গড় মান কাকে বলে?
পরিবর্তী কারেন্টের ক্ষেত্রে অর্ধচক্রে তড়িৎ প্রবাহের সকল মানের গড়কে পরিবর্তী কারেন্টের গড় মান বলে।
১২। পরিবর্তী কারেন্টের মূল গড় বর্গমান কাকে বলে?
পরিবর্তী কারেন্টের ক্ষেত্রে একটি পূর্ণচক্রে তড়িৎপ্রবাহের সকল মানকে প্রথমে বর্গ করে তারপর তাদের গড় করা হয়। এভাবে প্রাপ্ত গড় মানকে বর্গমূল করলে যে মান পাওয়া যায় তাকে পরিবর্তী কারেন্টের মূল গড় বর্গমান বলে।
১৩। জেনারেটর কাকে বলে?
যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তর করা হয় তাকে জেনারেটর বলে।
১৪। জেনারেটর কত প্রকার ও কী কী?
জেনারেটর দুই প্রকার। যথা- (i) AC জেনারেটর (ii) DC জেনারেটর
১৫। পরিবর্তী ভোল্টেজ কী?
যে ভোল্টেজের ক্রিয়ায় বর্তনীর তড়িৎ প্রবাহের মান ও দিক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে পরিবর্তী ভোল্টেজ বলে।
১৬। তড়িৎ মোটর কী?
যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করে তাকে তড়িৎ মোটর বলে।
১৭। আকৃতি গুণাঙ্ক বলতে কী বুঝ?
দিক পরিবর্তী তড়িচ্চালক শক্তি বা তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান ও গড়মানের অনুপাতকে আকৃতি গুণাঙ্ক বলে

১৮। ট্রান্সফর্মার কী?
যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত বা দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রুপান্তর করা যায় তাকে ট্রান্সফর্মার বলে।
১৯। পরিবর্তী তড়িৎ প্রবাহের গড় মান বা গড় তড়িৎ প্রবাহ কী?
পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে অর্ধচক্রে তড়িৎ প্রবাহের সকল মানের গড়কে পরিবর্তী প্রবাহের গড় মান বলে।
২০। পরিবর্তী প্রবাহের গড় মানের শাথে শীর্ষ মানের সম্পর্ক লিখ।

২১। পরিবর্তী প্রবাহের বর্গমূল গড় বর্গ মানের শাথে শীর্ষ মানের সম্পর্ক লিখ।

২২। পরিবর্তী তড়িচ্চালক শক্তির বর্গমূল গড় বর্গ মানের শাথে শীর্ষ মানের সম্পর্ক লিখ।

২৩। পরিবর্তী প্রবাহের গড় মান, rms মান এবং শীর্ষ মানের সম্পর্ক লিখ।

২৪। ট্রান্সফর্মার কত প্রকার ও কী কী?
ট্রান্সফর্মার দুই প্রকার। যথা- (i) স্টেপ আপ বা আরোহী ট্রান্সফর্মার (ii) স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফর্মার
২৫। ট্রান্সফর্মারের দক্ষতা বলতে কী বুঝ?
ট্রান্সফর্মারের গৌণ কুন্ডলীর প্রান্তে তড়িৎক্ষমতা এবং মুখ্য কুন্ডলীর প্রান্তে তড়িৎক্ষমতার অনুপাতকে এর দক্ষতা বলে। একে সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা হয়।

২৬। দশা পার্থক্য বলতে কী বুঝ?
যে কারণে দুটি তড়িচ্চালক শক্তির উৎসের দ্বারা সৃষ্ট তড়িৎ প্রবাহ একই সাথে শীর্ষমানে পৌছতে পারে না তাকে দশা পার্থক্য বলে। অথবা,
দুটি তড়িচ্চালক শক্তির উৎসের মধ্যে দশার পার্থক্যকে দশা পার্থক্য বলে।
২৭। কার্যকর প্রবাহ কাকে বলে?
কোনো রোধের মধ্যে দিয়ে dc প্রবাহের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, একই হারে তাপ শক্তি উৎপন্নের জন্য যে পরিমাণ ac (দিক পরিবর্তী) প্রবাহের প্রয়োজন তাকে কার্যকর প্রবাহ বলে।
২৮। কার্যকর তড়িচ্চালক শক্তি কী?
দিক পরিবর্তী তড়িচ্চালক শক্তির গড় বর্গের বর্গমূল মানকে কার্যকর প্রবাহ বলে।
২৯। প্রতিক্রিয়া কী?
পরবর্তী প্রবাহযুক্ত বর্তনীর তড়িচ্চালক শক্তির কম্পাঙ্কজনিত কারণে আবেশক ও ধারকে সৃষ্ট বাধা যা বর্তনীর তড়িৎ প্রবাহকে প্রভাবিত করে তাকে প্রতিক্রিয়া বলে।
৩০। ac প্রবাহের rms মান বলতে কী বুঝ?
পরিবর্তী কারেন্টের ক্ষেত্রে একটি পূর্ণচক্রে তড়িৎপ্রবাহের সকল মানকে প্রথমে বর্গ করে তারপর তাদের গড় করা হয়। এভাবে প্রাপ্ত গড় মানকে বর্গমূল করলে যে মান পাওয়া যায় তাকে পরিবর্তী কারেন্টের মূল গড় বর্গমান বলে।
কোনো রোধের মধ্যে দিয়ে dc প্রবাহের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, একই হারে তাপ শক্তি উৎপন্নের জন্য যে পরিমাণ ac (দিক পরিবর্তী) প্রবাহের প্রয়োজন তাকে কার্যকর প্রবাহ বা ac প্রবাহের rms মান বলে।
Leave a Reply