জানার আছে অনেক কিছু!!!


জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সহজ উত্তর।

১। ধারক কী?

তড়িৎ শক্তিকে চার্জরুপে সঞ্চয় করার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। অথবা,

যে যান্ত্রিক ব্যবস্থা দ্বারা কোনো চার্জিত পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা যায় তাকে ধারক বলে।

২। ধারকত্ব কী?

কোণো পরিবাহীর বিভব পার্থক্য প্রতি একক বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ঐ পরিবাহীর ধারকত্ব বলে।

৩। ধারকত্বের গাণিতিক সংজ্ঞা দাও।

কোণো পরিবাহীর বিভব পার্থক্য প্রতি একক বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ঐ পরিবাহীর ধারকত্ব বলে। অথবা,

৪। ধারকত্বের একক লিখ।

এককঃ ফ্যারাড (F)

৫। এক ফ্যারাডের সংজ্ঞা দাও।

কোনো পরিবাহীর বিভব 1 volt বৃদ্ধি করতে যদি 1 Coulomb চার্জের প্রয়োজন হয়, তবে এর ধারকত্বকে 1 Farad বলে। একে সংক্ষেপে F দিয়ে প্রকাশ করা হয়।

৬। ফ্যারাড কী?

ধারকত্বের একক হল ফ্যারাড। কোনো পরিবাহীর বিভব 1 volt বৃদ্ধি করতে যদি 1 Coulomb চার্জের প্রয়োজন হয়, তবে এর ধারকত্বকে 1 Farad বলে। একে সংক্ষেপে F দিয়ে প্রকাশ করা হয়।

৭। গোলাকার পরিবাহীর ধারকত্ব এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক লিখ।

গোলাকার পরিবাহীর ধারকত্ব এর ব্যাসার্ধের সাথে সমানুপাতিক সম্পর্ক বজায় রাখে। অর্থাৎ পরিবাহীর ব্যাসার্ধ বৃদ্ধি পেলে এর ধারকত্ব বৃদ্ধি পায়।

৮।কয়েকটি ধারককে সমন্বয় করে নূনতম এবং বৃত্ততম ধারকত্ব প্রাপ্তির উপায় কী?

কয়েকটি ধারক শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব নূনতম এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব সর্বোচ্চ হবে।

৯। পরাবৈদ্যুতিকের উপস্থিতে ধারকের ধারকত্বের কী পরিবর্তন হয়?

পরাবৈদ্যুতিকের উপস্থিতে ধারকের ধারকত্ব বৃদ্ধি পায়। পরাবৈদ্যুতিক পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রূবক K হলে এর ধারকত্ব K গুণ বৃদ্ধি পায়।

১০। পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্রের গাণিতিক প্রকাশ দাও।

১১। ধারক কী?

তড়িৎ শক্তিকে চার্জরুপে সঞ্চয় করার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। অথবা,

যে যান্ত্রিক ব্যবস্থা দ্বারা কোনো চার্জিত পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা যায় তাকে ধারক বলে।

১২। ধারকের প্রতিক অংকণ কর।

১৩। ধারকের ধারকত্বের সংজ্ঞা দাও।

কোণো পরিবাহীর বিভব পার্থক্য প্রতি একক বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ঐ পরিবাহীর ধারকত্ব বলে।

১৪। সমান্তরাল পাত ধারক কী?

দুটি সম-আকৃতির এবং সম-ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী পাতকে পরস্পরের সন্নিকটে সমান্তরালে স্থাপন করে যে ধারক তৈরি করা হয় তাকে সমান্তরলা পাত ধারক বলে।

১৫। সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা লেখ।

১৬। চোঙাকৃতি বা বেলনাকৃতির ধারক কী?

অসম ব্যাসার্ধের দুটি সমান দৈর্ঘ্যের চোঙাকৃতির পরিবাহী সমাক্ষীয়ভাবে স্থাপন করে যে ধারক তৈরি করা হয় তাকে চোঙাকৃতি বা বেলনাকৃতির ধারক বলে।

১৭। ধারক সমবায়ের পদ্ধতি কয়টি ও কী কী?

ধারক সমবায়ের পদ্ধতি দুটি। যথা- (i) সিরিজ বা শ্রেণি সমবায় (ii) সমান্তরাল সমবায়

১৮। সংবেদ্যতা কী?

কোনো মাধ্যমের মেরুবর্তীতা ও তড়িৎক্ষেত্রের অনুপাতকে ঐ মাধ্যমের সংবেদ্যতা বলে।

১৯। তড়িত প্রবেশ্যতার সংজ্ঞা দাও।

কোনো মাধ্যমের সংবেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ প্রবেশ্যতার সমষ্টিকে উক্ত মাধ্যমের তড়িৎ প্রবেশ্যতা বলে।

২০। মেরুবর্তিতা বা বিদ্যুৎ পোলারায়ন বা পোলারাইজেশন কাকে বলে?

কোনো একটি পরাবৈদ্যুতিক মাধ্যমের প্রতি একক ক্ষেত্রফলে আবিষ্ট চার্জের পরিমাণকে মেরুবর্তিতা বা বিদ্যুৎ পোলারায়ন বা পোলারাইজেশন বলে।

২১। বৈদ্যুতিক সরণ কাকে বলে?

কোনো বৈদ্যুতিক ক্ষেত্রে স্থাপিত পরিবাহীর প্রতিটি স্তরের প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু চার্জ স্থানান্তরিত হয় তাকে বৈদ্যুতিক সরণ বলে। একে D দিয়ে প্রকাশ করা হয়।

২২। পরাবৈদ্যুতিক পদার্থ বা পরাবৈদ্যুতিক মাধ্যম কী?

যে সকল অন্তরক পদার্থকে তড়িৎক্ষেত্রে স্থাপন করলে চার্জের পোলারাইজেশন ঘটে তাকে পরাবিদ্যুতিক পদার্থ বা পরাবিদ্যুতিক মাধ্যম বলে।

২৩। পরিবাহীর ধারকত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে?

পরিবাহীর ধারকত্ব তিনটি বিষয়ের উপর নির্ভর করে। যথা- (i) পরিবাহীর ক্ষেত্রফল (ii) পরিবাহীর চারপার্শস্থ মাধ্যম (iii) পরিবাহী পাত দুটির মধ্যবর্তী দূরত্ব

সমীকরণটি তিনটি ভেক্টর যেমন বৈদ্যুতিক সরণ ভেক্টর (D), বৈদ্যুতিক ক্ষেত্রের প্রাবাল্য (E) এবং বৈদ্যুতিক পোলারাইজেশনের (P) মধ্যে সম্পর্ক নির্দেশ করে।

২৫। সিরিজ বা শ্রেণি সমবায় কী?

ধারকের যে সমবায়ের কোনো ধারকের দ্বিতীয় পাত অপর ধারকের প্রথম পাতের সাথে সংযুক্ত থাকে তাকে তাকে ধারকের সিরিজ বা শ্রেণি সমবায় বলে।

২৬। সিরিজ বা শ্রেনি সমবায়ে তুল্য ধারকত্বের রাশিমালা লিখ।

২৭। সমান্তরাল সমবায় কী?

ধারকের যে সমবায়ে ধারকগুলোর প্রথম পাতগুলো একটি সাধারণবিন্দুতে এবং দ্বিতীয়পাতগুলো অপর একটি সাধারণবিন্দুতে যুক্ত থাকে তাকে সমান্তরাল সমবায় বলে।

২৮। সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের রাশিমালা লিখ।

২৯। চার্জিত ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা লিখ।

৩০। কোনো চার্জিত ধারকে শক্তি কিসের উপর নির্ভরশীল?

৩১। ধারকের ব্যবহার লিখ।

৩২। পরাবৈদ্যুতিক পদার্থ বলতে কী বুঝ?

৩৩। ধারকে পরাবৈদ্যুতিক পদার্থের গুরুত্ব কী?

৩৪। পরাবৈদ্যুতিক পদার্থে গসের সূত্রের গাণিতিক প্রকাশ দাও।

Leave a Reply

Your email address will not be published.