জানার আছে অনেক কিছু!!!


জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর জানতে পারবেন এখানেই।

Q. LC বর্তনী কী?

যে বর্তনীতে C ধারকবিশিষ্ট একটি চার্জিত ধারক, L আবেশাংক বিশিষ্ট কোনো আবেশকের মধ্যে চার্জ ক্ষরণ ঘটায় তাকে LC বর্তনী বলে।

Q. বর্তনীর অর্ধায়ু কী?

বর্তনীর প্রবাহমাত্রা সম্পৃক্ত মানের অর্ধেক হতে যে সময় লাগে তাকে বর্তনীর অর্ধায়ু বলে।

Q. সময় ধ্রবক কাকে বলে?

যে সময়ে বর্তনীর প্রবাহমাত্রা সম্পৃক্ত মানের 63.2% এ উন্নীত হয় তাকে সময় ধ্রবক বলে।

Q. আরোপিত স্পন্দন কাকে বলে?

LCR বর্তনীর সাথে পর্যায়বৃত্ত emf (তড়িচ্চালক বল) সংযোগ থাকলে বর্তনীতে যে তাড়িতচৌম্বক স্পন্দনের সৃষ্টি হয় তাকে আরোপিত স্পন্দন বলে।

Q. RC বর্তনী কী?

R রোধের একটি ধারক এবং C ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে শ্রেণি সমবায়ে E তড়িচ্চালক শক্তির উৎসের সাথে সংযুক্ত করে যে বর্তনী তৈরি করা হয়, তাকে RC বর্তনী বলে।

Q. LCR বর্তনী কী?

যে বর্তনীতে C ধারকবিশিষ্ট একটি চার্জিত ধারক, R রোধ এবং L আবেশাংক বিশিষ্ট কোনো আবেশকের মধ্যে চার্জ ক্ষরণ ঘটায় তাকে LCR বর্তনী বলে।

Q. ক্রান্তিয় দমিত রোধ কাকে বলে?

যে মানের রোধের (R) জন্য একটি নির্দিষ্ট সময় পর বর্তনীতে কোনো স্পন্দন থাকে না তাকে ক্রান্তিয় দমিত রোধ বলে।

Q. ক্রান্তিয় দমিত অবস্থা কাকে বলে?

রোধ R এর কোনো নির্দিষ্ট মানের জন্য একটি নির্দিষ্ট সময় পরবর্তনীতে কোনো স্পন্দন থাকে না। বর্তনীর এই অবস্থাকে ক্রান্তিয় দমিত অবস্থা বলে।

Q. অনুনাদী অবস্থা ও অনুনাদী বর্তনী কাকে বলে?

প্রযুক্ত emf এর কম্পাঙ্ক যদি বর্তনীর প্রাকৃতিক কম্পাঙ্ক এর সমান হয় তবে বর্তনীর সাড়া সর্বোচ্চ হয়, বর্তনীর এই অবস্থাকে অনুনাদী অবস্থা বলে। এই বর্তনীকে অনুনাদী বর্তনী বলে।

Q. অধিদম্য অবস্থা কাকে বলে?

রোধ R এর মান ক্রান্তিয় মানের চেয়ে বেশি হলে একটি নির্দিষ্ট সময় পরবর্তনীতে কোনো স্পন্দন থাকে না। বর্তনীর এই অবস্থাকে ক্রান্তিয় দমিত অবস্থা বলে।

ক্রান্তিয় দমিত অবস্থার সাথে অধিদম্য অবস্থার পার্থক্য হল যে অধিদম্য অবস্থায় স্পন্দন বন্ধ হতে বেশি সময় লাগে।

Q. বর্তনীর সময় ধ্রবককে কোন প্রতিকের সাহয্যে প্রকাশ করা হয়?

উত্তরঃ τ

Q. গ্রাহক বর্তনী কাকে বলে?

বহু কম্পাঙ্ক যুক্ত সিগনাল (emf) যখন LCR সিরিজ বর্তনীতে প্রযুক্ত করা হয়, তখন আরোপিত সিগন্যালের একটি নির্দিষ্ট কম্পাংকের ক্ষেত্রে বর্তনীর তড়িৎ প্রবাহমাত্রা সর্বোচ্চ হয়, ফলে ঐ বিশেষ কম্পাঙ্ক বিশিষ্ট সিগন্যালটি আউটপুটে পাস করে। একারণে LCR সিরিজ বর্তনীকে গ্রাহক বর্তনী বলা হয়।

Q. RC বর্তনীর ব্যবকলনীয় সমিকরণটি লিখ।

Q. LC বর্তনীর ব্যবকলনীয় সমিকরণটি লিখ।

Q. RC বর্তনীর সমিকরণটি লিখ।

Q. কোনো বর্তনীকে স্পন্দন বর্তনী বলা হয়?

LC বর্তনীকে

Q. LC বর্তনীকে তাড়িত চৌম্বক স্পন্দনের কম্পাঙ্ক কিসের উপর নির্ভর করে?

L এবং C এর মানের উপর নির্ভ করে।

Q. LC বর্তনীতে কোন কোন শক্তির আবির্ভাব ঘটে?

তড়িৎ শক্তি এবং চৌম্বক শক্তি

Q. LCR বর্তনীর ব্যবকলনীয় সমিকরণটি লিখ।

Leave a Reply

Your email address will not be published.