LR Circuit Analysis

Q. আবেশক L ও রোধক R এর সাথে সিরিজ বিন্যাসে যুক্ত করে ইএমএফ E এর একটি ব্যাটারি দ্বারা গঠিত কোনো বর্তনীতে প্রবাহমাত্রার বৃদ্ধি ও হ্রাসের সূচক (সমীকরণ) দুটি নির্ণয় কর। [NU-2007, 2014]
LR বর্তনীতে তড়িৎ প্রবাহের বৃদ্ধির সমীকরণ
চিত্রে একটি LR বর্তনী দেখানো হয়েছে।

চাবি বন্ধ করে বিদ্যুৎপ্রবাহ চালনা করলে তাৎক্ষণিকস্থির প্রবাহ না হয়ে বর্তনীতে বিদ্যুৎপ্রবাহ শূন্য থেকে ক্রমশ বৃদ্ধি পেয়ে স্থির প্রবাহ io হয়। এর কারণ বর্তনীতে আবেশক যুক্ত থাকায় এর বিপরীতমুখী তড়িৎচালক বলের প্রভাবে এমনটি ঘটে থাকে। যেকোনো সময় t তে বর্তনীতে তড়িৎপ্রবাহমাত্রা i হলে, আবেশকে আবিষ্ট তড়িৎচালক বল-

এখানে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধির সাথে আবিষ্ট তড়িচ্চালক বল বিপরীতমুখী হওয়ায় ঋণাত্বক চিহ্ন ব্যবহার করা হয়েছে।



LR বর্তনীতে তড়িৎ প্রবাহের হ্রাসের সমীকরণ


Leave a Reply