Q. সময়াংক (Time Constant) বলতে কী বুঝ? একটি RC বর্তনীর চার্জের বৃদ্ধি এবং ক্ষয়ের রাশিমালা প্রতিপাদন কর।

সময়াংকঃ

উক্ত সমীকরণের RC রাশিকে সময় ধ্রুবক বলা হয়। কারণ নিচে উল্লেখ করা হলঃ

RC বর্তনীতে চার্জের বৃদ্ধির সমীকরণঃ
চিত্রে একটি RC বর্তনী দেখানো হয়েছে।

যখন চাবি K অন করা হবে, তখন ধারকটি চার্জিত হবে। (চিত্র)। ধারকের কারণে বর্তনীর তড়িৎপ্রবাহ সময় সাপেক্ষে পরিবর্তিত হবে।
মনে করি, যে কোনো মুহূর্তে ধারকের বিভব পার্থক্য, VC। এই বিভব পার্থক্য কোষের তড়িৎচালক বল E কে বাধা প্রদান করে। যে কোনো সময় t তে কারেন্ট i হলে-
কার্শফের দ্বিতীয় সূত্র (KVL) প্রয়োগ করে পাই-


এখানে, q হল ধারকের চার্জের পরিমাণ।







Leave a Reply