Q. RC বর্তনীর ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন কর। তা থেকে কোনো সময়ে ধারকের চার্জ ও বর্তনীর প্রবাহমাত্রার রাশিমালা নির্ণয় কর।
ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদনঃ

যখন চাবি (k) অন করা হয়, তখন ধারকটি চার্জিত হবে। ধারকের কারণে বর্তনীর প্রবাহমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে।
মনে করি, যে কোনো মূহুর্তে ধারকের বিভব পার্থক্য VC
এই বিভব পার্থক্য কোষের তড়িতচালক বল E কে বাধা প্রদান করে। যে কোনো সময়ে কারেন্ট i হলে,
কার্শফের দ্বিতীয় সূত্রানুসারে,


এখানে, q হল ধারকের চার্জের পরিমাণ।




চার্জের সমীকরণ প্রতিপাদনঃ


ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটি হলঃ

























Leave a Reply