জানার আছে অনেক কিছু (কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস)!!!


জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা ২০১৬

১। কম্পিউটার কী?

উত্তরঃ কম্পিউটার হল ক্যালকুলেশন সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত একটি ইলেক্ট্রনিক ডিভাইস।

২। ডি-মরগ্যানের সূত্রগুলো বিবৃত কর।

উত্তরঃ

৩। বুলিয়ান অ্যালজেবরা কী?

উত্তরঃ ১৮৪৭ সাওলে বিজ্ঞানী জর্জ বুল যুক্তিমূলক গণিতের নিয়ম আবিষ্কার করেন। আবিষ্কারকের নামানুসারে একে বুলিয়ান অ্যালজেবরা বলে।

৪। ফ্লিপ-ফ্লপ কী?

উত্তরঃ ফ্লিপ-ফ্লপ একটি বিশেষ ধরণের মেমোরি যা বুলিয়ান বীজগণিতের নিয়মে তৈরি করা হয়। যা একটি বাইনারি বিট (0 অথবা 1) সংরক্ষণ করতে পারে।

৫। কাউন্টার কী?

উত্তরঃ কাউন্টার একটি বিশেষ যুক্তি বর্তনী বা ডিজিটাল ডিভাইস যা এতে প্রদত্ত ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারে।

৬। মডেম বলতে কী বুঝ?

উত্তরঃ ডিজিটাল ডাটাকে এনালগ সিগনালের এবং এনালগ সিগনালকে ডিজিটাল ডাটাতে রুপান্তরের প্রক্রিয়াকে মডেম বলে।

৭। রম বলতে কী বুঝ?

উত্তরঃ ROM এর পূর্ণরুপ হচ্ছে Read Only Memory। যে সকল মেমোরির ডাটা পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করা যায় না তাকে ROM বলে। এটি কম্পিউটারের স্থায়ী মেমোরি হিসেবে পরিচিত।

৮। ক্যাশ মেমরি কী?

উত্তরঃ যে সকল নির্দেশ ও ডাটা খুব বেশি ব্যবহৃত হয় সেগুলোকে যে মেমোরিতে রেখে প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধি করা যায় তাকে ক্যাশ মেমোরি বলে।

৯। প্রসেসর কী?

উত্তরঃ কম্পিউট্র যে যন্ত্রটি দিয়ে তথ্য ও উপাত্ত প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে তাকে প্রসেসর বলে।

১০। লজিক গেইট বলতে কী বুঝ?

উত্তরঃ যে ইলেকট্রনিক বর্তনী মৌলিক বুলিয়ান অপারেশন (এন্ড, অর এবং নট অপারেশন) এর কাজ করতে পারে তাদেরকে লজিক গেইট বলে।

১১। বার কোড রিডার কী?

উত্তরঃ যে ইলেকট্রনিক ডিভাইস কোনো প্রোডাক্টের গায়ে লাগানো বার কোড (সনাক্তকরণ কোড) কে অপটিক্যালি স্ক্যান করে এবং প্রাপ্ত ডাটাকে অনুবাদ করে কম্পিউটারে পড়ার উপযুক্ত করে করে তাকে বার কোড রিডার বলে।

১২। ডিকোডার বলতে কী বুঝ?

উত্তরঃ যে সকল বর্তনী কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রুপান্তরিত করে তাকে ডিকোডার বলে। অথবা, যে সকল বর্তনী বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রুপান্তর করে তাকে ডিকোডার বলে।

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা ২০১৭

১। বিট কী?

উত্তরঃ বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক অংক 0 এবং 1 এর প্রত্যেকেকে এক একটি বিট বলে।

২। কার্নোম্যাপ কী?

উত্তরঃ কার্নোম্যাপ হল একটি ডায়াগ্রাম যা কতগুলো বর্গক্ষেত্র দ্বারা গঠিত এবং যা লজিক এক্সপেশন সরলীকরণের জন্য ব্যবহার করা হয়।

৩। ইনভার্টার কী?

উত্তরঃ ইনভার্টার হল একটি ইলেকট্রনিক বর্তনী যা ডিসি কে এসি করে।

৪। হিউম্যানওয়্যার কী?

উত্তরঃ প্রোগ্রাম লেখা, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় প্রভৃতি কাজগুলোড় সাথে সংযুক্ত সকল মানুষকে একত্রে হিউম্যানওয়্যার বলে।

৫। দ্বি-বিভক্তি পদ্ধতি কী?

উত্তরঃ অরৈখিক সমীকরণের সমাধান নির্ণয়ের জন্য একটি সহজ এবং বিশ্বাসযোগ্য পর্যায়ক্রমিক পদ্ধতি হল দ্বি-বিভক্তি পদ্ধতি।

৬। ওয়েব-সার্ভার বলতে কী বুঝ?

উত্তরঃ ইন্টারনেটের সাথে স্থায়ীভাবে যুক্ত বড় ক্ষমতা সম্পন্ন কম্পিউটার অর্থের বিনিময়ে ওয়েবপেজ সংরক্ষণ করে এবং অন্যান্য কম্পিউটারের সাথে তথ্যের আদান-প্রদান করতে পারে তাকে ওয়েব-সার্ভার বলে।

৭। সিস্টেম সফটওয়্যার কী?

উত্তরঃ কম্পিউটার সিস্টেম কাজের উপযোগী পরিবেশ তৈরি করার প্রোগ্রামকে সিস্টেম সফটওয়্যার বলে।

৮। র‍্যাম বলতে কী বুঝ?

উত্তরঃ RAM এর পূর্ণরুপ হল Random Access Memory। এটি কম্পিউটারের অস্থায়ী মেমোরি বলা হয় কারণ কম্পিউটার অফ করে আবার অন করলে এতে সংরক্ষিত ডাটা মুছে যায়।

৯। অ্যাকসেস টাইম কী?

উত্তরঃ মেমরি হতে ডাটা রিড বা ডাটা রাইট অপারেশনে যে সময় লাগে তাকে অ্যাকসেস টাইম বলে।

১০। এনকোডার কী?

উত্তরঃ যে ডিজিটাল বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগোম্য ভাষায় রুপান্তর করে তাকে এনকোডার বলে।

১১। সিরিয়াল বাস বলতে কী বুঝ?

উত্তরঃ একটি সিঙ্গেল চ্যানেল বা ওয়্যার বা ফাইবারের মধ্যে এক বিটের পর আরেক বিট বা একটির পর আরেকটি এভাবে ডাটা ট্রান্সমিশন লাইনকে সিরিয়াল বাস বলে।

১২। ৩২ বিট মাইক্রোপ্রসেসর বলতে কী বুঝ?

উত্তরঃ ৩২ মাইক্রোপ্রসেসর বলতে বোঝায় যে এটি ৩২ বিট আকারের মেমোরি পরিচালনা করতে পারে।

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা ২০১৮

১। ডিজিটাল কম্পিউটার কাকে বলে?

উত্তরঃ যে কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ 0 এবং 1 এর উপস্থিতির উপর নির্ভর করে ডাটা সংগ্রহের মাধ্যমে কাজ করে থাকে তাকে ডিজিটাল কম্পিউটার বলে।

২। ফ্রিওয়্যার কাকে বলে?

উত্তরঃ ফ্রিওয়ার হলো Copyrighted Computer Software যেগুলো আনলিমিটেড সময়ব্যাপী ব্যভারের জন্য ফ্রিতে পাওয়া যায়।

৩। কম্পিউটার জেনারেশন কাকে বলে?

উত্তরঃ অতিত, বর্তমান এবং ভবিষ্যতে কম্পিউটারের বৈশিষ্ট্যের পরিবর্তনের উপর ভিত্তি করে শ্রেণিবদ্ধ করার প্রক্রিয়াকে কম্পিউটার জেনারেশন বলে।

৪। বুলিয়ান অ্যালজেবরা কাকে বলে?

উত্তরঃ ১৮৪৭ সাওলে বিজ্ঞানী জর্জ বুল যুক্তিমূলক গণিতের নিয়ম আবিষ্কার করেন। আবিষ্কারকের নামানুসারে একে বুলিয়ান অ্যালজেবরা বলে।১৮৪৭ সাওলে বিজ্ঞানী জর্জ বুল যুক্তিমূলক গণিতের নিয়ম আবিষ্কার করেন। আবিষ্কারকের নামানুসারে একে বুলিয়ান অ্যালজেবরা বলে।

৫। কারন্যু ম্যাপ রিডানডেন্ট গ্রপ বলতে কী বুঝ?

উত্তরঃ কারন্যু ম্যাপে 1 এবং 0 এর গ্রপে যে সকল সদস্য (0 এবং 1) অভারল্যাপ করে তাদেরকে আর বিবেচনা করা হয় না বলে রিডানডেন্ট গ্রপ বলে।

৬। সিস্টেম বাস কী?

উত্তরঃ যে সকল মাইক্রোপ্রসেসরের সাথে অন্যান্য অংশের সংযোগ স্থাপন করে তাকে সিস্টেম বাস বলে।ল

৭। অ্যাকুউলেটর কী?

উত্তরঃ Accumulator হল ALU (Arithmatic Logic Unit) এর অন্তর্গত বিশেষ ধরণের রেজিস্টার, যাতে কোনো হিসেবের ফলাফল সাময়িকভাবে সঞ্চিত থাকে।

৮। VESA এর পূর্ণরুপ কী?

উত্তরঃ VESA এর পূর্ণরুপ হচ্ছে Video Electronic Standard.

৯। সফটওয়্যার কাকে বলে?

উত্তরঃ সফটওয়্যার হল কতকগুলো প্রোগ্রামের সমষ্টি, যা কম্পিউটারকে একটি নির্দিষ্ট কার্য সম্পাদনে সহায়তা করে।

১০। ই-মেইল কী?

উত্তরঃ ই মেইল এর পূর্ণরুপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। কম্পিউটার নেটওয়ার্ক (ইন্টারনেট) ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদান করার ব্যবস্থাই হল ই-মেইল।

১১। প্রোটোকল কী?

উত্তরঃ যে আচরণবিধি অনুসরণ করে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের ভেতর যোগোযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে প্রোটোকল বলে।

১২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলতে কী বুঝ?

উত্তরঃ ইন্টারনেটের মাধ্যমে যখন একটি কম্পিউটার অন্য একটি কম্পিউটারে কেন্দ্রীয় সার্ভারের সহযোগীতা ব্যতিত ডেটা আদান-প্রদান করে তখন তাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলে।

Leave a Reply

Your email address will not be published.