জানার আছে অনেক কিছু!!!


ক্রিস্টাল কাঠামো || জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সহজ সমাধান দেখুন এখানেই।

১। কেলাস কাকে বলে?

উত্তরঃ যেসব কঠিন পদার্থের মধ্য অণু, পরমাণু বা আয়ন বা আয়নগুচ্ছ সুশৃঙ্খলভাবে এবং পর্যায়ক্রমিকভাবে সাজানো থাকে, তাদেরকে কেলাস বলে।

২। ল্যাটিস কী?

উত্তরঃ ল্যাটিস হল কতকগুলো নির্দিষ্ট বিন্দুর সুশৃঙ্খল নেটওয়ার্ক, যার সাপেক্ষে কেলাসের মধ্যকার অণু, পরমাণু বা আয়ন গুচ্ছ স্পন্দিত হয়। ল্যাটিস মূলত একটি জ্যামিতিক কাঠামো যেখানে অণু, পরমাণু বা আয়ন গুচ্ছ যুক্ত হয়ে ক্রিস্টাল গঠন করে।

৩। ব্যাসিস কী?

উত্তরঃ ল্যাটিস মূলত একটি জ্যামিতিক কাঠামো যেখানে অণু, পরমাণু বা আয়ন গুচ্ছ যুক্ত হয়ে ক্রিস্টাল গঠন করে। ল্যাটিস কাঠামোর সাথে যুক্ত এই অণু, পরমাণু বা আয়ন গুচ্ছকে ব্যাসিস বলে। ল্যাটিস এবং ব্যাসিসের মধ্যে নিম্নরূপ সম্পর্ক বিদ্যমান। ল্যাটিস + ব্যাসিস = ক্রিস্টাল

৪। বিপরীত ল্যাটিস কাকে বলে?

উত্তরঃ একটি সাধাণ মূল থেকে ক্রিস্টালের প্রতিটি তলের উপর 1/dhklদূরত্বে একটি বিন্দু নিলে যে সজ্জা পাওয়া যায়, তাকে বিপরীত ল্যাটিস বলে।

৫। ব্রাভেইস ল্যাটিস কী?

উত্তরঃ ত্রিমাত্রিক স্কেলে স্পেসে কতকগুলো বিন্দুর অসীম বিন্যাস যেখানে বিন্দুসমূহের একই পারিপার্শিকতা বিদ্যমান, তাকে ব্রাভেইস ল্যাটিস বলে।

৬। একক কোষ কী?

উত্তরঃ একক কোষ হল একটি ক্ষুদ্রতম ব্লক বা জ্যামিতিক কাঠামো ত্রিমাত্রিক ব্যবস্থায় যার পুনরাবৃত্তির মাধ্যমে ক্রিস্টাল গঠিত হয়।

৭। ল্যাটিস ধ্রবক কী?

উত্তরঃ কোনো ক্রিস্টালের একক কোষের অক্ষগুলোর মধ্যে সৃষ্ট কোণের বাহুর দৈর্ঘ্যকে ল্যাটিস ধ্রূবক বলে।

৮। ল্যাটিস পয়েন্ট নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা কর।

উত্তরঃ ল্যাটিস পয়েন্ট নির্ণয়ের সমীকরণটি নিম্নরূপঃ

একক কোষে ল্যাটিস পয়েন্টের সংখ্যা N হলে-

{\color{Blue} N = {N_i} + \frac{{{N_f}}}{2} + \frac{{{N_c}}}{8}}

এখানে,

{\color{Blue} {N_i}= }কোষের মধ্যে অবস্থিত ল্যাটিস পয়েন্ট সংখ্যা;

{\color{Blue} {N_f}= } কোষের তলে অবস্থিত ল্যাটিস পয়েন্ট সংখ্যা;

{\color{Blue} {N_c}=}কোণায় অবস্থিত ল্যাটিস পয়েন্ট সংখ্যা;

৯। আদি কোষের সংজ্ঞা দাও।

উত্তরঃ যে একক কোষে একটি মাত্র ল্যাটিস পয়েন্ট থাকে তাকে আদি কোষ বলে। আদি কোষের আয়তন সর্বনিম্ন।

১০। অ-আদি কোষ কী?

উত্তরঃ যে একক কোষে একাধিক ল্যাটিস পয়েন্ট থাকে তাকে আদি কোষ বলে

১১। প্রতিসাম্য ক্রিয়া কী?

উত্তরঃ প্রতিসাম্য ক্রিয়া হল সেই প্রক্রিয়া যাতে ক্রিস্টাল রুপান্তরিত হয়ে তার পূর্বের অভিন্ন আকার ধারণ করে থাকে প্রতিসাম্য ক্রিয়া বলে।

১২। ট্রান্সলেশন ভেক্টর কাকে বলে?

উত্তরঃ যে অপারেশন সম্পন্ন করলে ক্রিস্টাল কাঠামো অভিন্ন থাকে তাকে ট্রান্সলেশন ভেক্টর বলে।

১৩। প্যাকিং ভগ্নাংশ কী?

উত্তরঃ কোনো কেলাসের পরমাণুসমূহ কর্তৃক অধিকৃত আয়তন ও কেলাসের মোট আয়তনের অনুপাতকে প্যাকিং ভগ্নাংশ বলে।

১৪। মিলার সূচক কাকে বলে?

উত্তরঃ ক্রিস্টাল তলের অবস্থান ও অবস্থিতি তিন সংখ্যার একটি সেট দ্বারা প্রকাশ করা হয়, একে মিলার সূচক বলে। এদেরকে h, k, l দ্বারা প্রকাশ করা হয়।

১৫। ব্রাগের সূত্রের গাণিতিক রুপ লেখ।

{\color{Blue} 2d\sin \theta = n\lambda }

১৬। পয়েন্ট গ্রুপ বলতে কী বুঝ?

উত্তরঃ মৌলিক সেট ইউনিটের সাথে সংশ্লিষ্ট যে সকল প্রতিসাম্যিক অপারেশন কেলাস শ্রেণির বৈশিষ্ট্য প্রকাশ করে তাদেরকে পয়েন্ট গ্রুপ বলে।

১৭। স্পেস গ্রুপ কী?

উত্তরঃ একটি পয়েন্ট গ্রুপের জন্য এক সেট প্রতিসাম্য ক্রিয়া পয়েন্ট গ্রুপের সজ্জা থেকে নির্গত হয়। আর এই গ্রুপকেই স্পেস গ্রুপ বলে।

১৮। গ্রেইন কী?

উত্তরঃ সলিডের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র, বিভিন্ন সাইজ এবং আকৃতির ক্রিস্টাল সেকশন থাকে এদেরকে গ্রেইন বলে।

১৯। একক ক্রিস্টাল কী?

উত্তরঃ যে সকল ক্রিস্টালের মধ্যে পর্যায়ক্রমিক বৈশিষ্ট্য সর্বত্র সমান থাকে তাকে একক ক্রিস্টাল বলে।

২০। ক্রিস্টালোগ্রাফি কী?

উত্তরঃ বিজ্ঞানের যে শাখায় ক্রিস্টালবৎ কঠিন পদার্থের পরমাণুগুলোর মধ্যকার আণবিক গঠন এবং ক্রিস্টাল ল্যাটিসের জ্যামিতিক কাঠামো নিয়ে আলোচনা করা হয় তাকে ক্রিস্টালোগ্রাফি বলে।

২১। ক্রিস্টাল বলতে কী বুঝ?

উত্তরঃ যেসব কঠিন পদার্থের মধ্য অণু, পরমাণু বা আয়ন বা আয়নগুচ্ছ সুশৃঙ্খলভাবে এবং পর্যায়ক্রমিকভাবে সাজানো থাকে, তাদেরকে কেলাস বলে

২২। ল্যাটিস বলতে কী বুঝ

উত্তরঃ ল্যাটিস হল কতকগুলো নির্দিষ্ট বিন্দুর সুশৃঙ্খল নেটওয়ার্ক, যার সাপেক্ষে কেলাসের মধ্যকার অণু, পরমাণু বা আয়ন গুচ্ছ স্পন্দিত হয়। ল্যাটিস মূলত একটি জ্যামিতিক কাঠামো যেখানে অণু, পরমাণু বা আয়ন গুচ্ছ যুক্ত হয়ে ক্রিস্টাল গঠন করে।

২৩। ল্যাটিস ধ্রুবক কী?

উত্তরঃ কোনো ক্রিস্টালের একক কোষের অক্ষগুলোর মধ্যে সৃষ্ট কোণের বাহুর দৈর্ঘ্যকে ল্যাটিস ধ্রুবক বলে।

২৪। fcc ল্যাটিস কী?

উত্তরঃ যে সকল একক কোষের প্রতিটি কোণায় একটি করে মোট আটটি পরমাণু এবং একক কোষের প্রতিটি তলে আরোও একটি করে মোট ছয়টি পরমাণু থাকে তাকে fcc ল্যাটিস বলে।

২৫। ক্রিস্টালবৎ পদার্থের সংজ্ঞা দাও।

উত্তরঃ যেসব কঠিন পদার্থের মধ্য অণু, পরমাণু বা আয়ন বা আয়নগুচ্ছ সুশৃঙ্খলভাবে এবং পর্যায়ক্রমিকভাবে সাজানো থাকে, তাদেরকে ক্রিস্টালবৎ পদার্থ বলে।

২৬। অক্রিস্টালবৎ পদার্থের সংজ্ঞা দাও।

উত্তরঃ যেসব কঠিন পদার্থের মধ্য অণু, পরমাণু বা আয়ন বা আয়নগুচ্ছ সুশৃঙ্খলভাবে এবং পর্যায়ক্রমিকভাবে সাজানো থাকে না, তাদেরকে অক্রিস্টালবৎ পদার্থ বলে।

২৭। প্রতিসাম্য অপারেশন কী?

উত্তরঃ প্রতিসাম্য ক্রিয়া হল সেই প্রক্রিয়া যাতে ক্রিস্টাল রুপান্তরিত হয়ে তার পূর্বের অভিন্ন আকার ধারণ করে থাকে প্রতিসাম্য ক্রিয়া বলে।

২৮। আন্তঃতলীয় ফাক কী?

উত্তরঃ কোনো ক্রিস্টালের পরমাণুসমূহের পর্যায়ক্রমিক সমান্তরাল তলসমূহের মধ্যকার লম দূরত্বকে আন্তঃতলীয় দূরত্ব বলে। একে আন্তঃতলীয় ফাকও বলে।

২৯। এক্স-রশ্মি অপবর্তনে ব্রাগের সূত্রটি লিখ।

{\color{Blue} 2d\sin \theta = n\lambda}

৩০। ব্র্যাগের প্রতিফলনের জন্য দৃশ্যমান আলো ব্যবহার করা হয় না কেন?

উত্তরঃ ব্রাগের প্রতিফলনের জন্য আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যে 1Å ক্রমের হতে হয়। কিন্তু দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য সাধারণত থেকে 4000 Å থেকে 7000 Å এর মধ্যে হয়ে থাকে যা অনেকগুণ বেশি। একারণে ব্রাগের প্রতিফলনের জন্য দৃশ্যমান আলো ব্যবহার করা হয় না।

৩১। পারমাণবিক বিক্ষেপণ ফ্যাকটর বলতে কী বুঝ?

উত্তরঃ পারমাণবিক বিক্ষেপণ ফ্যাকটর হল একটি পরমাণু কর্তৃক বিক্ষেপিত তরঙ্গের বিস্তার ও বিচ্ছিন্ন কোনো ইলেকট্রন কর্তৃক বিক্ষেপিত তরঙ্গের বিস্তারের অনুপাত।

৩২। ক্রিস্টাল কাঠামো ফ্যাকটর বলতে কী বুঝ?

উত্তরঃ একটি একক কোষের সবগুলো পরমাণু কর্তৃক বিক্ষেপিত লব্ধি তরঙ্গের বিস্তার ও বিচ্ছিন্ন ইলেকট্রন কর্তৃক বিক্ষেপিত তরঙ্গের বিস্তারের অনুপাত।

৩৩। পারমাণবিক ক্রিস্টাল কাঠামো ফ্যাক্টর বলতে কী বুঝ?

উত্তরঃ মোট বিক্ষেপণ বিস্তার এবং পারমাণবিক বিক্ষেপণ ফ্যাকটর এর অনুপাতকে জ্যামিতিক কাঠামো ফ্যাকটর বলে।

৩৪। উলটা বা ব্যাতিহার ল্যাটিস কী?

উত্তরঃ একটি সাধাণ মূল থেকে ক্রিস্টালের প্রতিটি তলের উপর 1/dhkl দূরত্বে একটি বিন্দু নিলে যে সজ্জা পাওয়া যায়, তাকে বিপরীত ল্যাটিস/উলটা বা ব্যাতিহার ল্যাটিস বলে।

৩৫। ব্রিলুইন জোন কী?

উত্তরঃ উল্টা ল্যাটিসের মধ্যকার সেই সব k-মানের সঞ্চার পথকে ব্রিলুইন জোন বলা হয় যেগুলো ব্রাগ প্রতিফলন অনুসরণ করে।

৩৬। এমরফাস পদার্থ কী?

উত্তরঃ যেসব কঠিন পদার্থের মধ্য অণু, পরমাণু বা আয়ন বা আয়নগুচ্ছ সুশৃঙ্খলভাবে এবং পর্যায়ক্রমিকভাবে সাজানো থাকে না , তাদেরকে এমরফাস বলে।

৩৭। fcc ও bcc কেলাসের একক কোষে কতটি ল্যাটিস পয়েন্ট থাকে?

উত্তরঃ fcc কেলাসে ল্যাটিস পয়েন্ট 4টি এবং bcc কেলাসে ল্যাটিস পয়েন্ট 2টি থাকে।

Leave a Reply

Your email address will not be published.