Basic Logic Gates (মৌলিক গেইট)


Q1. মৌলিক গেইটগুলোর সংজ্ঞা দাও। সত্যকসারণি এবং লজিক বর্তনীর সাহায্যে এর কার্যাবলী বর্ণনা কর।

(1) অর গেইট (OR Gate): যে যৌক্তিক বর্তনী বা লজিক সার্কিট যৌক্তিক যোগের কাজ করে তাকে অর গেইট (OR Gate)বলে। অর গেইটের দুই বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে।

কার্যাবলীঃ

(1) সুইচ A, OFF হলে অর্থাৎ, A=0 এবং সুইচ B, OFF হলে অর্থাৎ, B=0 হলে, বর্তনীর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবেনা। ফলে বাল্ব জ্বলে না। আউটপুট শুন্য অর্থাৎ, X=0 হবে।

(2) সুইচ A, OFF হলে অর্থাৎ, A=0এবং সুইচ B, ON হলে অর্থাৎ, B=1 হলে, বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। ফলে বাল্ব জ্বলে। আউটপুট পাওয়া যাবে অর্থাৎ, X=1

(3) সুইচ A, ON হলে অর্থাৎ, A=1 এবং সুইচ B, OFF হলে অর্থাৎ, B=0 হলে, বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। ফলে বাল্ব জ্বলে।   আউটপুট পাওয়া যাবে অর্থাৎ, X=1

(4) সুইচ A, ON হলে অর্থাৎ, A=1 এবং সুইচ B, ON হলে অর্থাৎ, B=1 হলে, বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। ফলে বাল্ব জ্বলে।   আউটপুট পাওয়া যাবে অর্থাৎ, X=1

(2) অ্যান্ড গেইট (AND Gate): যে যৌক্তিক বর্তনী বা লজিক সার্কিট যৌক্তিক গুণের কাজ করে তাকে অর গেইট (AND Gate)বলে। অ্যান্ড গেইটের দুই বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে।

(1) সুইচ A, OFF হলে অর্থাৎ, A=0এবং সুইচ B, OFF হলে অর্থাৎ, B=0 হলে, বর্তনীর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবেনা। ফলে বাল্ব জ্বলে না। আউটপুট শুন্য অর্থাৎ, X=0 হবে।

(2) সুইচ A, OFF হলে অর্থাৎ, A=0এবং সুইচ B, ON হলে অর্থাৎ, B=1 হলে, বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। ফলে বাল্ব জ্বলে না। আউটপুট পাওয়া যাবে না অর্থাৎ, X=0

(3) সুইচ A, ON হলে অর্থাৎ, A=1 এবং সুইচ B, OFF হলে অর্থাৎ, B=0 হলে, বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। ফলে বাল্ব জ্বলে না।   আউটপুট পাওয়া যাবে না অর্থাৎ, X=0

(4) সুইচ A, ON হলে অর্থাৎ, A=1 এবং সুইচ B, ON হলে অর্থাৎ, B=1 হলে, বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। ফলে বাল্ব জ্বলে।   আউটপুট পাওয়া যাবে অর্থাৎ, X=1

(3) নট গেইট (NOT Gate): যে যৌক্তিক বর্তনী বা লজিক সার্কিট যৌক্তিক উল্টানোর কাজ করে তাকে নট গেইট (NOT Gate)বলে। নট গেইটের একটিমাত্র ইনপুট এবং একটি আউটপুট থাকে।

(1) সুইচ A, OFF হলে অর্থাৎ, A=0 বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। ফলে বাল্ব জ্বলে। আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে অর্থাৎ, X=1 হবে।

(2) সুইচ A, ON হলে অর্থাৎ, A=1 হলে, বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। সমস্ত কারেন্ট সুইচের মধ্য দিয়ে গ্রাউন্ডে (ভূমি সংযোগ) চলে যাবে কিন্তু বাল্বের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত না হওয়ায় আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে না অর্থাৎ, X=0 হবে।

Leave a Reply

Your email address will not be published.