Logic Gate (লজিক গেইট)

Q1. লজিক গেইট কাকে বলে?
যে যুক্তি বর্তনীর সাহায্যে বুলিয়ান মৌলিক অপারেশনগুলো সম্পন্ন করা হয় তাকে লজিক গেইট বলে। লজিক গেইটে এক বা একাধিক ইনপুট থাকে এবং একটিমাত্র আউটপুট থাকে। লজিক গেইটের ইনপুটগুলো একটি বুলিয়ান এক্সপ্রেশনে ব্যবহৃত বিভিন্ন চলকের মান গ্রহণ করে এবং আউটপুট ঐ এক্সপ্রেশনের ফলাফল প্রদান করে।
Q2. লজিক গেইটের প্রকারভেদ চিত্রসহ (প্রতিক) আলোচনা কর।
প্রকারভেদঃ ১। মৌলিক গেইটঃ তিনটি
(ক) OR Gate (অর গেইট)
(খ) AND Gate (অ্যান্ড গেইট)
(গ) NOT Gate (নট গেইট)
২। সমন্বিত গেইট বা যৌগিক গেইটঃ দুই প্রকার যথা (a) সার্বজনীন গেইট (b) বিশেষ গেইট
(a) সার্বজনীন গেইটঃ দুইটি যথা
(ক) NAND Gate (ন্যান্ড গেইট)
(খ) NOR Gate (নর গেইট)
(b) বিশেষ গেইটঃ দুইটি যথা
(গ) XOR Gate (Exclusive OR Gate) বা এক্স-অর গেইট
(গ) XNOR Gate (Exclusive NOR Gate) বা এক্স-নর গেইট

Leave a Reply