NAND gate, NOR gate (ন্যান্ড গেইট, নর গেইট)

Q1. NAND গেইট এবং NOR গেইটের পরিচয় দাও এবং এদের সত্যকসারণি বর্ণনা কর।
NAND গেইটঃ একটি AND গেইট এবং একটি NOT গেইটের সমন্বয়ে যে সমন্বিত গেইট তৈরি হয় তাকে NAND গেইট বলে। অর্থাৎ যে গেইট AND গেইটের বিপরীত কাজ করে তাকে NAND গেইট বলে। এই গেইটের দুই বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে।

বৈশিষ্ট্যঃ
(1) ন্যান্ড গেইট প্রথমে যৌক্তিক গুণের কাজ করে। এভাবে প্রাপ্ত ফলাফলকে নট করে অর্থাৎ উল্টিয়ে দেয়। যেমন-A=0 এবং B=1 হলে প্রথমে ইনপুট দুটিকে যৌক্তিক গুণ করলে X=0 পাওয়া যায়। তারপর তাকে উল্টালে X=1 পাওয়া যায়।
(2) NAND গেইট AND গেইটের বিপরীত কাজ করে।
(3) যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
(4) কেবলমাত্র সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হবে।
(5) এই গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
NOR গেইটঃ একটি OR গেইট এবং একটি NOT গেইটের সমন্বয়ে যে সমন্বিত গেইট তৈরি হয় তাকে NOR গেইট বলে। অর্থাৎ যে গেইট OR গেইটের বিপরীত কাজ করে তাকে NOR গেইট বলে। এই গেইটের দুই বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে।

বৈশিষ্ট্যঃ
(1) NOR গেইট প্রথমে যৌক্তিক যোগের কাজ করে। এভাবে প্রাপ্ত ফলাফলকে নট করে অর্থাৎ উল্টিয়ে দেয়। যেমন-A=0 এবং B=1 হলে প্রথমে ইনপুট দুটিকে যৌক্তিক যোগ করলে X=1 পাওয়া যায়। তারপর তাকে উল্টালে X=0 পাওয়া যায়।
(2) NOR গেইট OR গেইটের বিপরীত কাজ করে।
(3) যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে
(4) কেবলমাত্র সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
(5) এই গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
Leave a Reply