XOR, XNOR Gate (এক্সঅর, এক্সনর গেইট)


Q1. XOR গেইট এবং XNOR গেইটের পরিচয় দাও এবং এদের সত্যকসারণি বর্ণনা কর।

XOR গেইটঃ মৌলিক গেইট গুলোর সমন্বয়ে গঠিত একটি বিশেষ OR গেইটকে Exclusive OR gate বা সংক্ষেপে XOR গেইট বলে। 

XNORগেইটঃ XNOR এর পূর্ণরুপ হচ্ছে Exclusive NOR গেইট। এটি মূলত XOR গেইটের বিপরীত কাজ করে। একটি XOR গেইটের সাথে NOT গেইট যুক্ত করলে XNOR গেইট পাওয়া যায়। তবে X-NOR গেইটকেও মৌলিক গেইটের সাহায্যে বাস্তবায়ন করা যায়।   

Q2. মৌলিক গেইটের সাহায্যে XOR গেইট এবং XNOR গেইট বাস্তবায়ন কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *