জানার আছে অনেক কিছু (ওয়েব ডিজাইন)!!!
১। আইপি অ্যাড্রেস কি ?
উত্তরঃ বিশ্বের প্রতিটি মানুষের নিজের পরিচয়ের জন্য একটি সুনির্দিষ্ট নাম আছে। এক নামে এক গ্রামে বা দেশে একাধিক লোক থাকতে পারে, কিন্তু প্রত্যেক মানুষের জন্যই আলাদা-আলাদা ঠিকানা থাকে। টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নম্বর আছে তেমনি ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডিন্টিটি থাকে যা আইপি (Internet protocol) অ্যাড্রেস নামে পরিচিত।
আইপি (Internet protocol) অ্যাড্রেসপ্রকাশের জন্য মোট ৪টি অকটেট ( ৮ বিটের বাইনারী ) সংখ্যা প্রয়োজন। কাজেই সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য ৩২ বিট প্রয়োজন। প্রতিটি অকটেট (.) দ্বারা পৃথক করা হয়। আইপিঅ্যাড্রেসকেআবার ৫টি ক্লাসেভাগকরাযায়।
২। ব্রাউজার এবং ওয়েব ব্রাউজিং কী? বুঝিয়ে লিখ।
উত্তরঃ পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েবপেজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলা হয়। ওয়েব ব্রাউজিং হলো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন প্রক্রিয়া। ওয়েব ব্রাউজিং এর সাহায্যে ইন্টারনেট থেকে অসংখ্য তথ্য আরোহন সম্ভব। ওয়েব ব্রাউজিং-এর জন্য অনেক সফটওয়্যার রয়েছে। যেমন- Internet Explorer, Opera, Mosaic ইত্যাদি। আইপি নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি পৃথক ঠিকানা থাকে। এ ঠিকানাকে আইপি এড্রেস বলে। ওয়েব পেইজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার।
৩। ডোমেইন নেম কী?
উত্তরঃ ডোমেইন নেমও হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট এড্রেস বা ওয়েব এড্রেস। ডোমেইন নেম এমন একটি সার্ভার কম্পিউটার যা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে। এই ডোমেইন নেমের মাধ্যমেই সারা বিশ্বের যেকোনো প্রান্তের ইন্টারনেট ব্যবহারকারীরা ওয়েব সাইট খুঁজে পাবে। সুতরাং আইপি এড্রেসের অনুবাদই হচ্ছে ডোমেইন নেম। যদি একটি ডোমেইন নেম রেজিস্ট্রি করা হয় তবে এটি সারাবিশ্ব হতে একটি ইউনিক আইডেন্টিটি পাবে। অর্থাৎ একই নাম আর কেউ নিতে পারবে না।
৪। ওয়েব হোস্টিং কী?
উত্তরঃ হোস্টিংকে আমরা অনেকে ওয়েব হোস্টিংও বলে থাকি। সোজা কথায় ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলে। হোস্টিং হচ্ছে মূলত অনলাইনে ওয়েবসাইট আপলোড করার সার্ভার বা কম্পিউটারের হার্ডডিস্কের জায়গা।
৫। ওয়েব পেজ কী?
উত্তরঃ ওয়েব পেজ হলো এক ধরনের ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ( World Wide Web-WWW ) ও ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত।
ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেইজ বলে।
৬। ওয়েবপেজ কি কি তথ্য থাকতে পারে?
উত্তরঃ ১। টেক্সট, ২। ইমেজ, ৩। অডিও, ৪। অ্যানিমেশন , ৫। ভিডিও
৭। ওয়েবসাইট কাকে বলে?
উত্তরঃ ওয়েব সার্ভারে সংরক্ষিত পরস্পর সম্পর্কযুক্ত ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।
এক বা একাধিক ওয়েব পেইজের সমন্বয়ে ওয়েব প্রেজেন্টেশন বা ওয়েবসাইট তৈরি হয়। সুতরাং একই ডোমেইনের অধীনে পরস্পর সংযোগযোগ্য একধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।
৮। সার্ভার কাকে বলে?
উত্তরঃ ইন্টারনেটে সার্বক্ষণিক যুক্ত বড় ক্ষমতা সম্পন্ন কোনো কম্পিউটার যেখানে অর্থের বিনিময়ে ওয়েবসাইট সংরক্ষণ করা যায় তাকে সার্ভার বলে।
সহজ কথায় সার্ভার হল একটি কম্পিউটার।
৯। হোম পেজ কাকে বলে?
উত্তরঃ যে কোনো ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকে হোম পেজ বলে।
ওয়েবে প্রথম ঢুকলে যে পেইজটি প্রদর্শিত হয় তাকে হোম পেইজ বলে।
১০। ওয়েব পোর্টাল কী?
উত্তরঃ একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিং, কন্টেন্ট ও সার্ভিস বা সেবা সংগ্রহ যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজভাবে উপস্থাপন করাকে বলা হয় ওয়েব পোর্টাল।
ওয়েবসাইটের যে কোনো একটি সার্ভিস ওয়েবপোর্টালের অংশ হতে পারে।
উদাহরণ হিসেবে “বাংলাদেশ বাতায়ন” পোর্টালটির কথা উল্লেখ করা যায় যার সাহায়যে বাংলাদেশ সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রয়োজনীয় সকল তথ্য পাওয়ার ব্যবস্থা রয়েছে।
১১। ওয়েবসাইট কাঠামো কাকে বলে?
উত্তরঃ ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো যেভাবে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে ওয়েবসাইট কাঠামো বলে।
১২। একটি ওয়েবসাইটে কী কী ধরণের পেজ থাকতে পারে?
উত্তরঃ একটি ওয়েবসাইটে কয়েক ধরণের পেজ থাকতে পারে যথা-
(১) হোম পেজ
(২) মূল ধারার পেজ,
(৩) উপধারার পেজ।
হোমপেজ: কোনো ওয়েবসাইট কে ব্রাউজ করলে সর্বপ্রথম যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোমপেজ বলে।
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-6030885978398114" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-6030885978398114" data-ad-slot="9505007311"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
মূলধারারপেজ: হোমপেজের সাথে যে পেজগুলো লিংকড থাকে তাদেরকে মূলধারার পেজ বলে।
উপধারার পেজঃ মূলধারার পেজগুলোর সাথে যে পেজগুলো সংযুক্ত থাকে তাদেরকে উপধারার পেজ বলে।
১৩। ওয়েবসাইট কাঠামো কত ধরণের হতে পারে ও কী কী?
উত্তরঃ ওয়েব সাইটের বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইটের কাঠামোকে নিম্নোক্ত ভাবে সাজানো যায়। যথা-
(১) লিনিয়ার স্ট্রাকচার;
(২) মেনু বা হায়ারর্কিক্যাল বা ট্রি স্ট্রাকচার;
(৩) নেটওয়ার্ক স্ট্রাকচার বা ওয়েবলিংকড স্ট্রাকচার;
(৪) হাইব্রিড স্ট্রাকচার।
১৪। WWW কী?
উত্তরঃ WWW এর পূর্ণরুপ হচ্ছে World Wide Web। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সংক্ষেপে ওয়েব নামে পরিচিত।
ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক। সুতরাং আমরা বলতে পারি, “ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব” হচ্ছে বিশ্বব্যাপী বণ্টিত গতিশীল (Dynamic Interactive) গ্রাফিক্যাল হাইপার টেক্সট ইনফরমেশন সিস্টেম যা ইন্টারনেটে রান করে।
১৫। ওয়েব অ্যাড্রেস কী?
উত্তরঃ ইন্টারনেটে ওয়েব পেজটি যে সার্ভারে রাখা হয় তার একটি নির্দিষ্ট ঠিকানা থাকে। প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় নাম থাকে যার সাহায্যে কোনো ওয়েব সাইটের পেজগুলোকে ব্রাউজারে খুজে বের করা যায়। সেই নামকে ওয়েব অ্যাড্রেস বা URL বলে।
১৬। URL কী?
উত্তরঃ URL এর পূর্ণরুপ হলো Uniform Resource Locator। URL এর সাহায্যে কোনো ফাইল আ ইনফরমেশনের সঠিক ঠিকানাটি (নাম, লোকেশন ইত্যাদি) সনাক্ত করা হয়। অর্থাৎ লোকেশনের নির্দিষ্ট পথই হচ্ছে ইউআরএল (URL)।
URL এর তিংটি অংশ থাকে। যথা- (ক) প্রোটোকল, (খ) হোস্ট নেম, (গ) ডাইরেক্টরি ও ফাইল নেম।
URL এর গঠনটি হচ্ছে-
protocol://Hostname/File & Directory Nam
যেমন- http://www.physicsplusict.com/content-hsc/content-hsc-ict
এবং https://physicsplusict.com/content-hsc/content-hsc-ict/web-desin-html
হল এই পেজের (যে পেজে এই লেখাটি পড়ছেন) ঠিকানা বা URL।
১৭। HTTP কী?
উত্তরঃ HTTP এর পূর্ণরুপ হলঃ Hyper Text Transfer Protocol
এটি এমন একটি প্রোটোকল যার সাহায্যে সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডাটা আদান-প্রদান হয়ে থাকে।
HTTTP হচ্ছে Request Response টাইপের প্রোটোকল। এটির মাধ্যমে ক্লায়েন্ট ইনফরমেশনের জন্য সার্ভারে অনুরোধ পাঠাবে, সার্ভার সে অনুসারে তথ্য পাঠাবে। যে কোনো ওয়েব অ্যাড্রেস টাইপ করার আগে http টাইপ করতে হয়।
১৮। HTML কী?
উত্তরঃ HTML হল Hyper Text Markup Language। এটি মুলত ওয়েবপেজ তৈরির জন্য ব্যবহৃত স্ক্রিপ্টেড ল্যাংগুয়েজ। HTML দ্বারা তৈরি ফাইলসমুহকে সাধারণভাবে ওয়েবপেজ নামে পরিচিত।
১৯। HTML দিয়ে কী করা যায়?
উত্তরঃ HTML ব্যবহার করে খুব সুন্দর ডকুমেন্ট পেজ তৈরি করা যায়। এটি ফাইলে টেক্সট ছাড়াও স্থির ও সচল ছবি, শব্দ ইত্যাদি সংযোজন করা যায়। HTML-কে Markup Language বলা হয় যা কতকগুলো Markup ট্যাগের সমষ্টি । আর এ Markup ট্যাগের কাজ হল ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করবে।
২০। HTML এর সুবিধাগুলো উল্লেখ কর।
উত্তরঃ
(১) এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি;
(২) সর্বব্যাপি ব্যবহার;
(৩) অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে;
(৪) ব্যবহার সহজ এবং সিনটেক্স সহজ তাই HTML শেখা সহজ;
(৫) উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে তাই আলাদাভাবে কিনতে হয় না;
(৬) যেকোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়;
(৭) পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে তাই এটি মূল্য সাশ্রয়ী।
২১। HTML এর অসুবিধাগুলো উল্লেখ কর।
উত্তরঃ (১) শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবপেজ ডেভেলপ করা যায় ডাইনামিক ওয়েব পেজ করা যায় না;
(২) সাধারণ ওয়েব পেজ তৈরি করতেও অনেক কোড লিখতে হয়;
(৩) নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়;
(৪) ওয়েব পেজ তৈরির জন্য অনেক কোড লিখতে হয় তারপরেও জটিলতার সৃষ্টি হয়।
Leave a Reply