Physics Plus ICT

ফিজিক্স-কবিতা-মহাকর্ষ-অভিকর্ষ


মহাকর্ষ -অভিকর্ষ

মহাবিশ্বের সকল বস্তুঃ জড় থেকে জীব, দুর্বল কিংবা সবল   

একে অপরের জন্যে- রয়েছে টান, সেটাই মহাকর্ষ বল।

বড়’র টানে ছোটরা ঘোরে যেমন সূর্যের টানে পৃথিবী  

সূর্য নাকি সবাই কে নিয়ে চলছে নিরবধি।

ঘুরছে সূর্য, ঘুরছে পৃথবী, ঘুরছে সকল গ্রহ

তবুও কেন আমরা তো ভাই উল্টে-পড়ে যাচ্ছি না’ক।  

পৃথবীর টানে চাঁদটা কেন রয়ে যায় সেথায়,

তবুও কেন আমরা তাকে, হাতে ধরতে না পাই,  

বিজ্ঞান বলে সেটাই অভিকর্ষ বল, জেনে রাখ সবাই।

বড়’র টানে ছোটরা ঘোরে, পৃথিবীর টানে চাঁদ

তাই দেখে আজ বিজ্ঞানীরা, করল বাজিমাত।

গতির কারণে চাঁদ মামা, কেন্দ্রের বিপরীতে পায় বল

বিজ্ঞান বলে ওটাই নাকি কেন্দ্র-বিমুখী বল।

পৃথিবীর টানে কেন্দ্রমুখী, আর গতির কারণে কেন্দ্রবিমুখী

কেন্দ্র-মুখী আর কেন্দ্র-বিমুখী মানে সমান দুই বল,

সে কারণে নাকি চাঁদ মামা, তার গতিপথে অবিচল।

বস্তু পড়ে উপর হতে, বেগ বাড়ে তার সাথে সাথে

অভিকর্ষ বলের প্রভাব, বিজ্ঞানীরা কয়,  

বেগের বৃদ্ধিতে ত্বরণ হয়, স্থান ভেদেও ভিন্ন হয়।

অভিকর্ষজ-ত্বরণ নামে সবাই তাকে ডাকে

ভরের সাথে ওজনের তাই পার্থক্যও থাকে।

প্রতি সেকেন্ডে কত বাড়ে? বলে দিয়ে যাই,

সেকেন্ড প্রতি নয় দশমিক আট, লিখে রাখেন সবাই।

লেখক

মোঃ দেলোয়ার হোসেন, প্রভাষক, পদার্থবিদ্যা

ওএসডি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।

Our Visitor

0 2 2 1 1 4
Users Today : 5
Users Yesterday : 9
Users Last 7 days : 80

Leave a Reply

Your email address will not be published.