Physics Plus ICT

জানার আছে অনেক কিছু (পর্যায়বৃত্তিক গতি)!!!


পর্যায়বৃত্তিক গতি অধ্যায়ের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের সহজ সমাধান দেখুন এখানেই।

১। পর্যায়বৃত্ত গতি কাকে বলে?

উত্তরঃ যদি কনো গতিশীল বস্তুকণা একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দকে বারবার একই দিক থেকে অতিক্রম করে তবে তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে।

২। স্থানিক পর্যাক্রম কাকে বলে?

উত্তরঃ যখন কোনো বস্তুর পুনরাবৃত্তি স্থানের সাপেক্ষে হয় তকহন তাকে স্থানিক পর্যাক্রম বলে।

৩। কালিক পর্যায়ক্রম কাকে বলে?

উত্তরঃ যখন কোনো বস্তুর পুনরাবৃত্তি সময়ের সাপেক্ষে হয় তকহন তাকে কালিক পর্যাক্রম বলে।

৪। স্পন্দন কাকে বলে?

উত্তরঃ পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি তার পর্যায়কালের অর্ধেক সময় যে কোনো একদিকে এবং বাকি অর্ধেক সময় তার পূর্বের বিপরীত দিকে গতিশীল হয় তবে তার গতিকে স্পন্দন বলে।

৫। সরল ছন্দিত স্পন্দন কাকে বলে?

উত্তরঃ পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর ত্বরণ যদি সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয় এবং ত্বরণ সর্বদা যদি একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয় তবে তার গতিকে সরল ছন্দিত স্পন্দন বলে।

৬। সরণ কাকে বলে?

উত্তরঃ সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোন বস্তুর সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে।

৭। পূর্ণ স্পন্দন কাকে বলে?

উত্তরঃ সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোন বস্তু একটি বিন্দু হতে যাত্রা শুরু করে পুনরায় একই পথে সেই বিন্দুতে ফিরে আসলে যে কম্পন্ন হয় তাকে পূর্ণ কম্পন বলে।

৮। বিস্তার কাকে বলে?

উত্তরঃ সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোন বস্তু সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে। সরণের সর্বোচ্চ মানই বিস্তার।

৯। কৌণিক বিস্তার কাকে বলে?

উত্তরঃ সরল দোলকের সাম্যাবস্থান যে কোনো একদিকে সরে কোনো অবস্থানে এসে ঝুলনবিন্দুর সাথে যে কোণ তৈরি করে তাকে কৌণিক বিস্তার বলে।

১০। দোলনকাল কাকে বলে?

উত্তরঃ সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোন বস্তুর একটি পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে দোলনকাল বলে।

১১। কম্পাংক কাকে বলে?

উত্তরঃ সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোন বস্তু প্রতি সেকেন্ডে যতটি পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কম্পাংক বলে।

১২। দশা কাকে বলে?

উত্তরঃ সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোন বস্তুর যেকোনো মুহূর্তের গতির অবস্থা, অবস্থান ও দিক যা দ্বারা বুঝানো হয়, তাকে দশা বলে।

১৩। আদি দশা কাকে বলে?

উত্তরঃ পর্যবেক্ষণের শুরুতে বা সময় গণনার শুরুতে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোন বস্তুর দশাকে আদি দশা বলে।

Leave a Reply

Your email address will not be published.