Physics Plus ICT

জানার আছে অনেক কিছু (কাজ, শক্তি ও ক্ষমতা)!!!


কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের সহজ সমাধান দেখুন এখানেই।

১। কাজের সংজ্ঞা দাও।

উত্তরঃ বল প্রয়োগের মাধ্যমে বস্তুর সরণ হলে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে।

২। এক জুল কাকে বলে?

উত্তরঃ কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুর এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল বলে।

৩। শক্তি কাকে বলে?

উত্তরঃ কোনো সিস্টেমের (উৎস, বস্তু বা ব্যক্তি) কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।

৪। এক কিলোওয়াট-ঘণ্টা কাকে বলে?

উত্তরঃ এক কিলোওয়াট ক্ষমতার কোনো বৈদ্যুতিক যন্ত্র এক ঘণ্টা কাজ করলে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যায়িত হয় তাকে এক কিলোওয়াট-ঘণ্টা বলে।

৫। শক্তির বিভিন্ন রুপের নাম লিখ।

উত্তরঃ

(১) যান্ত্রিক শক্তি;

(২) তাপ শক্তি;

(৩) শব্দ শক্তি;

(৪) আলোক শক্তি;

(৫) চুম্বক শক্তি;

(৬) বিদ্যুৎ শক্তি;

(৭) রাসায়নিক শক্তি;

(৮) পারমাণবিক শক্তি;

(৯) সৌর শক্তি;

৬। যান্ত্রিক শক্তি কাকে বলে?

উত্তরঃ কোনো বস্তুর মধ্যে তার পারিপার্শিক অবস্থা বা অবস্থানের সাপেক্ষে বা গতির জন্য যদি কাজ করার সামর্থ্য বা শক্তি থাকে, তবে ঐ শক্তিকে যান্ত্রিক শক্তি বলে।

৭। ধনাত্বক কাজ কাকে বলে?

উত্তরঃ যদি বল প্রয়োগের ফলে বলের দিকে সরণের উপাংশ থাকে তবে তাকে ধনাত্বক কাজ বলে।

৮। ঋণাত্বক কাজ কাকে বলে?

উত্তরঃ যদি বল প্রয়োগের ফলে বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে তবে তাকে ধনাত্বক কাজ বলে।

৯। বিভব শক্তি কাকে বলে?

উত্তরঃ কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আসলে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে।

১০। গতি শক্তি কাকে বলে?

উত্তরঃ কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতি শক্তি বলে।

১১। কাজ-শক্তি উপপাদ্য বিবৃত কর।

উত্তরঃ কোনো বস্তুর উপর ক্রিয়ারত ধ্রব বল দ্বারা সম্পাদিত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান।

১২। শক্তির নিত্যতা নীতির বিবৃতি দাও।

উত্তরঃ মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শুধুমাত্র এক রুপ থেকে অন্য রুপে রুপান্তর করা যায়।

১৩। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতির বিবৃতি দাও।

উত্তরঃ কোনো বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রব থাকে।

১৪। ক্ষমতার সংজ্ঞা দাও।

উত্তরঃ কোনো উৎস বা সিস্টেম একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদন করে তাকে তার ক্ষমতা বলে।

১৫। এক ওয়াট কাকে বলে?

উত্তরঃ কোনো সিস্টেম এক সেকেন্ড সময়ে এক জুল কাজ সম্পাদন করলে ঐ সিস্টেমের ক্ষমতাকে এক ওয়াট বলে।

১৬। এক অশ্বক্ষমতা কাকে বলে?

উত্তরঃ প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বলে।

১৭। সংরক্ষণশীল বল কাকে বলে?

উত্তরঃ যে বলের ক্রিয়ায় কোনো বস্তুকে যে কোনো পথে ঘুরিয়ে তার পূর্বের অবস্থানে নিয়ে আসলে সম্পাদিত কাজের পরিমাণ শুণ্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে।

১৮। সংরক্ষণশীল বলের উদাহরণ দাও।

উত্তরঃ অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল।

১৯। অসংরক্ষণশীল বল কাকে বলে? উদাহরণ দাও।

উত্তরঃ যে বলের ক্রিয়ায় কোনো বস্তুকে যে কোনো পথে ঘুরিয়ে তার পূর্বের অবস্থানে নিয়ে আসলে সম্পাদিত কাজের পরিমাণ শুণ্য হয় না তাকে অসংরক্ষণশীল বল বলে

উত্তরঃ ঘর্ষণ বল হল এক ধরণের অসংরক্ষণশীল বল।

২০। কর্মদক্ষতা কাকে বলে?

উত্তরঃ কোনো যন্ত্র দ্বারা কাজে রুপান্তির শক্তি ও ঐ যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ঐ যন্ত্রের কর্মদক্ষতা বলে।

২১। কোনো যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে কী বুঝ?

উত্তরঃ কোনো যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে বুঝায় ঐ যন্ত্রে মোট 100J শক্তি প্রয়োগ করলে যন্ত্রটি তার 60J শক্তিকে কাজে রুপান্তর করতে পারবে।

Comments are closed.