এবারের ঈদুল ফিতর বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যে একই দিনে হবে কি!!!


জ্যোতির্বিদ্যা অনুসারে, যখন পৃথিবী ও সূর্য একই সরলরেখায় চাঁদের বিপরীত পাশে অবস্থান করে তখন পৃথিবী থেকে চাঁদকে দেখা যায় না। এই ঘটনা চন্দ্রের বিভিন্ন দশার একটি উল্লেখযোগ্য দশা যাকে নতুন চাঁদ বা অমাবশ্যা বলা হয়। যদিও ঐ সময়ে চাঁদকে দেখা যায় না, কিন্তু অমাবশ্যার ঠিক পরের দিন সন্ধ্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় সেটাই আসলে নতুন চাঁদ।

নতুন চাঁদঃ যখন পৃথিবী ও সূর্য অবস্থান করে চাঁদের বিপরীত পাশে

Timeanddate.com ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ৩০ এপ্রিল রাত্রি দ্বিপ্রহরের কিছু সময় পর অর্থাৎ ১ মে ২০২২ ভোররাত ২ টা ২৮ মিনিট সময়ে নতুন চাঁদের জন্ম হবে। এবং সৃষ্ট নতুন চাঁদ ঐ দিন সন্ধ্যা ৬ টা ৫৭ মিনিটে ডুবে যাবে। ১ মে ২০২২ এ ঢাকায় সূর্যান্ত হবে সন্ধ্যা ৬ টা ২৬ মিনিটে। অর্থাৎ সূর্যাস্তের পর প্রায় ৩০ মিনিট পর্যন্ত ঢাকার আকাশে নতুন চাঁদ স্থায়ী হবে এবং আজ (রবিবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। নিচের চিত্রে সেটি দেখানো হল।

Timeanddate.com থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্ধ্যা ৬ টা ২৬ মিনিটে (সূর্যাস্তের সময়) ঢাকায় অবস্থানরত কোনো প্রত্যক্ষদর্শী পশ্চিম আকাশের দিকে তাকালে চাঁদ এবং দর্শকের চোখ দিগন্ত রেখার সাথে ৬ ডিগ্রী কোণ তৈরী করবে।

ফলে আকাশ পরিষ্কার থাকলে খালি চোখে বা যন্ত্রের সাহায্যে চাঁদকে দেখতে পাবার সম্ভাবনা আছে। আর যদি দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যের সাথে ঈদ-উল-ফিতর উদযাপনের দিন মিলে যাবে অর্থাৎ ২ মে ২০২২ সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে। একই ঘটনা ঘটতে পারে পাকিস্তান, ভারত এবং মালেশিয়ায়।

৩০ এপ্রিল যেকারণে ঢাকার আকাশে চাঁদ দেখা যায় নাই

৩০ এপ্রিল ঢাকায় সূর্যাস্ত সময় ৬ টা ২৬ মিনিট হলেও সূর্যাস্তের প্রায় ২৩ মিনিট পূর্বেই চাঁদ ডুবে (অস্ত) গিয়েছিল। একারণে সূর্যাস্ত বা তার কিছু সময় আগে বা পরে ঢাকার আকাশে চাঁদকে দেখতে পাওয়া যায় নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *