for লুপ ব্যবহার করে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শন করার C program
C programming এ একটি কমান্ডে একই কাজ বারবার করার পদ্ধতিকে লুপিং বলে। লুপিং এর সাহায্যে অনেক বড় প্রোগ্রাম করে ছোট করা যায়। যেমন ১ থেকে ১০০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো প্রদর্শন করতে printf() ফাংশন ব্যবহার করা হয়। for loop ব্যবহার না করে শুধু মাত্র printf() ফাংশন (prinf() ফাংশন C Programming এ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাংশন, যার সাহয্যে কোনো বর্ণ, সংখ্যা, চিহ্ন বা বাক্য মনিটরে প্রদর্শন করা যায়। C Programming এ বিদ্যমান অন্যান্য ফাংশন গুলো ব্যবহার করে কোনো যোগ-বিয়োগ, গুণ ভাগ বা অন্য কোনো কার্য সম্পাদনের পর প্রাপ্ত ফলাফলটি মনিটরে প্রদর্শন করার প্রয়োজন পড়ে ঠিক তখনই printf() ফাংশনের সাহায্য নিতে হয়। ) ব্যবহার করলে প্রোগ্রামটি অনেক বড় হবে। কিন্তু for loop ব্যবহার করে তা সহজেই সমাধান করা যায়। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।
Leave a Reply