Econmics_Creative_06_17
মেধা যাচাই পরীক্ষা-২
বিষয়ঃ অর্থনীতি ১ম পত্র (ইউনিট-৬ এবং ইউনিট-১৭)
সময়ঃ ১ ঘন্টা পূর্ণমানঃ ২০
(যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে)
১। X দ্রব্যের কাল্পনিক যোগান সূচি নিম্নরূপ-
দাম প্রতি একক (টাকা) | যোগানের পরিমাণ (S) |
৪ | ১০০ |
৮ | ২০০ |
১২ | ৩০০ |
১৬ | ৪০০ |
(ক) দাম ও যোগানের মধ্যে যে সম্পর্ক তা গাণিতিক সমীকরণের সাহায্যে প্রকাশ করুন।
(খ) যোগান রেখা বাম থেকে ডান দিকে উর্ধ্বগামী হওয়ার কারণ ব্যাখ্যা করুন।
(গ) উদ্দীপকের যোগান সূচি থেকে যোগান রেখা অংকন করুন।
(ঘ) উদ্দিপকের যোগান সূচি থেকে যোগানের সমীকরণ নির্ণয় করুন।
২। ‘ক’ একজন আধুনিক কৃষক। ই-কৃষক অ্যাপ ব্যবহার করে তিনি নিয়মিত বাজারের খবর রাখেন এবং আধুনিক কৃষিকৌশল ব্যবহার করে আলু উৎপাদন করেন। গত মৌসুমে আলুর দাম ছিল ৪০ টাকা। গত মৌসুমে তিনি ৫০০ মণ আলু উৎপাদন করে তা বাজারে সরবরাহ করেছেন। ই-কৃষক অ্যাপের ভবিষ্যতবানি অনুযায়ী আগামী বছর আলুর দাম কমে ২০ টাকা হতে পারে। তাই তিনি আগামী বছর পূর্বের অর্ধেক আলু উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন।
(ক) যোগানের পরিমাণের পরিবর্তন কাকে বলে?
(খ) উদ্দীপকটি যোগানের পরিবর্তনের যে ধারণাটি নির্দেশ করে তা ব্যাখ্যা করুন।
(গ) যোগান অপেক্ষকটি ব্যাখ্যা করুন।
(ঘ) উদ্দীপকের অর্থনীতির সময়কাল দুই বছরে ধরে যোগান সূচি অংকন করুন। এবং যোগান রেখা অংকন করুন।
৩। ‘খ’ নামের একজন গ্রাহক সোনালী ব্যাংকে প্রাথমিক আমানত করলেন ৬০০০ টাকা। সোনালী ব্যাংক এই টাকার ২০% বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ রেখে বাকি টাকা ‘খ’ সাহেবকে ঋণ দিলেন। উক্ত টাকা খ’ সাহেব নগদ পেলেন না বরং ব্যাংক হিসাব খুলে সেই টাকা আমানত করতে হলো। তাই সোনালী ব্যাংকের আমানত বৃদ্ধি পেল।
(ক) অর্থের মূল্যের সংজ্ঞা দাও।
(খ) দ্রব্য বিনিময় প্রথার অসুবিধাটি ব্যাখ্যা করুন।
(গ) আমানত সংগ্রহ বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ-উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করুন।
(ঘ) বাংলাদেশ ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে-বিশ্লেষণ করুন।