Exam-01_Economics_Creative


মেধা যাচাই পরীক্ষা-১

বিষয়ঃ অর্থনীতি ১ম পত্র (ইউনিট-৪ এবং ইউনিট-৫)

সময়ঃ ১ ঘন্টা পূর্ণমানঃ ২০

যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে

১। ভোক্তা X দ্রব্যের ভোগ থেকে নিম্নরূপ উপযোগ গ্রহণ করে।

X দ্রব্যের সংখ্যা মোট উপযোগ (TU)
১৩
১৮
২২
২৫
২৭
২৮
২৮
২৭
১০ ২৬

(ক) পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটির দামের সাথে অন্যটির চাহিদার সম্পর্ক কীরুপ?

(খ) উপরের উদ্দীপক থেকে প্রান্তিক উপযোগ নির্ণয় করুন।

(গ) উপরের উদ্দীপক থেকে মোট উপযোগ রেখা অংকণ করুন।

(ঘ) সূচি থেকে চিত্র অঙ্কণ করে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করুন।

২। মারিয়া বাজার থেকে ১২ টি কমলালেবু ক্রয় করে তার উপযোগ নিম্নরূপ।

কমলালেবুর সংখ্যা প্রান্তিক উপযোগ (MU)
১০
১০
১১
১২ -১

(ক) প্রান্তিক উপযোগ কাকে বলে?

(খ) পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটির দামের সাথে অন্যটির চাহিদার সম্পর্ক কিরুপ? উদাহরণ সহ ব্যাখ্যা কর।

(গ) উপরের উদ্দীপক থেকে মোট উপযোগ নির্ণয় করুন।

(ঘ) মোট উপযোগ সংখ্যাগুলো দ্বিগুণ হলে প্রান্তিক উপযোগ বাড়বে, কমবে না স্থির থাকবে? নতুন উপযোগ সূচি তৈরী করে ব্যাখ্যা করুন।

৩। নিচের সমীকরণটি লক্ষ্য করুন এবং প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দিন।

{\color{Blue} Q=50-5P}

(ক) চাহিদা কি?

(খ) চাহিদা পূরণের শর্তগুলো কি কি?

(গ) চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি তৈরী করুন।

(ঘ) “চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়” উপরের উদ্দীপক থেকে উক্তিটির যথার্থতা যাচাই করুন।

৪। নিচের তালিকাটি লক্ষ্য করুন এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিন।

X দ্রব্যের চাহিদা সূচি নিচে দেয়া হল।

দ্রব্যের দাম (টাকায়) চাহিদার পরিমাণ (একক)
১০ ১০
১৫

(ক) চলক কি?

(খ) Q=20-2P সমীকরণটি থেকে পরামিতি a ও b  এর মান নির্ণয় করুন।

(গ) প্রদত্ত চাহিদা সূচির আলোকে চাহিদা রেখা অঙ্কন করুন।

(ঘ) ভবষ্যতে তালিকাটিতে দ্রব্যের দাম বাড়ার প্রত্যাশা থাকলে চাহিদা বিধির অবস্থা কিরুপ হবে তা বিশ্লেষণ করুন।

Comments are closed.