সাপ্তাহিক পরীক্ষা (পদার্থের অবস্থা ও চাপ)
সাপ্তাহিক পরীক্ষা (পদার্থের অবস্থা ও চাপ)
পূর্ণমান-২৫, সময়-১ ঘন্টা
বি.দ্র.: সকল প্রশ্নের উত্তর দিতে হবে।
১। নিচের পাঁচটি প্রশ্নের এক কথায় বা এক সংখ্যায় উত্তর দাও। (৫x১=৫)
(ক) দুটি বস্তু A ও B কে পানিভর্তি পাত্রে নিমজ্জিত করা হল।বস্তুদুটি ধীরে ধীরে নিচে নেমে পাত্রের তলায় পড়ে স্থির হল। বস্তু দুটির ক্ষেত্রফল ভিন্ন হলে এদের উপর ক্রিয়াশীল চাপ ………… হবে?
(খ) একটি বস্তুর বাতাসে ওজন 20N। বস্তুটিকে একটি তরলে নিমজ্জিত করা হল ফলে সেটি যে তরল অপসারিত করল তার ওজন 20N। তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন কত হবে?
(গ) দুটি পদার্থের ইয়াং এর গুণাংকের মান যথাক্রমে M ও N (M>N) হলে কোনটির স্থিতিস্থাপকতা কম?
(ঘ) একটি বস্তুর সমান ঘনত্ব বিশিষ্ট তরলে বস্তুটিকে নিমজ্জিত করলে কী ঘটবে?
(ঙ) বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুচাপের কী পরিবর্তন ঘটে?
২।
৩।