SSC-তরঙ্গ-নিয়ে যত প্রশ্ন
১। সরল দোলকের দোলনকালের সমীকরণ লিখ।
উত্তরঃ
২। স্প্রিং এর দোলনকালের সমীকরণ লিখ।
উত্তরঃ
৩। যে প্রক্রিয়ায় এক স্থান হতে অন্য স্থানে শক্তি স্থানান্তরিত হয় তাকে কী বলে?
উত্তরঃ তরঙ্গ
৪। একটি বিদ্যুৎচুম্বকীয় তরঙ্গের উদাহরণ দাও।
উত্তরঃ আলো
৫। কোন ধরণের তরঙ্গের সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না?
উত্তরঃ তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং গ্রাভিটি ওয়েভ
৬। কোন ধরণের তরঙ্গ মাধ্যম ছাড়া চলতে পারে না?
উত্তরঃ যান্ত্রিক তরঙ্গ বা শব্দ তরঙ্গ
৭। তরঙ্গের বিস্তারের সাথে তরঙ্গের শক্তির কী সম্পর্ক?
উত্তরঃ তরঙ্গের শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক
৮। বিস্তার দ্বিগুণ করলে তরঙ্গের শক্তি কত গুণ হবে?
উত্তরঃচার গুণ হবে
৯। তরঙ্গের বেগ মাধ্যমের ……………… উপর নির্ভর করে?
উত্তরঃ প্রকৃতি যেমন তাপমাত্রা, ঘনত্ব, স্থিতিস্থাপকতা
১০। শব্দের কোন ধর্মের জন্য পানিতে ডুবে থাকা অবস্থায় শব্দ শোনা যায়?
উত্তরঃ প্রতিসরণ
১১। শব্দের কোন ধর্মের জন্য প্রতিধ্বনি শোনা যায়?
উত্তরঃ প্রতিফলন
১২। তরঙ্গের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের নাম লিখ।
উত্তরঃ উপরিপাতন
১৩। অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে?
উত্তরঃ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে।
১৪। অনুপ্রস্থ তরঙ্গের অপর নাম কি?
উত্তরঃ আড় তরঙ্গ
১৫। ইংরেজিতে অনুপ্রস্থ তরঙ্গকে কী বলে?
উত্তরঃ ট্রান্সভার্স ওয়েভ (Transverse Wave)
১৬। অনুদৈর্ঘ্য তরঙ্গের অপর নাম কী?
উত্তরঃ লম্বিক তরঙ্গ
১৭। ইংরেজিতে লম্বিক তরঙ্গকে কী বলে?
উত্তরঃ Longitudinal Wave
১৮। অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ দাও।
উত্তরঃ অনুপ্রস্থঃ পানির ঢেউ, আলোক তরঙ্গ; অনুদৈর্ঘ্যঃ যান্ত্রিক তরঙ্গ (শব্দ তরঙ্গ)
১৯। কোন ধরণের তরঙ্গে তরঙ্গশীর্ষ এবং তরঙ্গপাদ দেখা যায়?
উত্তরঃ অনুপ্রস্থ তরঙ্গ
২০। কোন ধরণের তরঙ্গে সংকোচন এবং প্রসারণ দেখা যায়?
উত্তরঃ অনুদৈর্ঘ্য
২১। একটি তরঙ্গের উপরিস্থিত পাশাপাশি দুটি তরঙ্গশীর্ষের মধ্যবর্তী দূরত্ব কী বলে?
উত্তরঃ তরঙ্গদৈর্ঘ্য
২২। পাশাপাশি দুটি সংকোচনের মধ্যবর্তী দূরত্বকে কী বলে?
উত্তরঃ তরঙ্গদৈর্ঘ্য
২৩। পাশাপাশি দুটি তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্বকে কী বলে?
উত্তরঃ তরঙ্গদৈর্ঘ্য
২৪। পাশাপাশি একটি তরঙ্গশীর্ষ এবং তরঙ্গখাজের মধ্যবর্তী দূরত্ব কত?
উত্তরঃতরঙ্গদৈর্ঘ্যের অর্ধেক (হাভ ল্যামডা)
২৫। কম্পাংক কাকে বলে?
উত্তরঃ কোনো কম্পমান বস্তু প্রতি সেকেন্ডে যতটি পূর্ণস্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাংক বলে।
২৬। কম্পাংকের একক কী?
উত্তরঃ হার্জ (Hz)
২৭। কোনো কম্পমান বস্তু প্রতি সেকেন্ডে 200টি পূর্ণস্পন্দন সম্পন্ন করে। ঐ কম্পমান বস্তুর কম্পাংক কত?
উত্তরঃ 200 Hz
২৮। পর্যায়কাল কাকে বলে?
উত্তরঃ কোনো কম্পমান বস্তুর একটি পূর্ণস্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে।
২৯। কম্পাংক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক লিখ।
উত্তরঃ
৩০। পর্যায়কাল হল কম্পাংকের …………………… রাশি।
উত্তরঃ বিপরীত রাশি
৩১। কোনো কম্পমান বস্তুর 1000টি পূর্ণস্পন্দন সম্পন্ন করতে 20 মিলিসেকেন্ড সময় লাগে। ঐ বস্তুর পর্যায়কাল কত?
উত্তরঃ
৩২। তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে?
উত্তরঃ কোনো কম্পমান বস্তুর একটি পর্যায়কাল সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গদৈর্ঘ্য বলে।
৩৩। বাতাসের শব্দের বেগ ৩৩০ মি/সে হলে। বাতাসে শব্দ এক সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে?
উত্তরঃ ৩৩০ মি
৩৪। তরঙ্গবেগ, কম্পাংক এবং তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লিখ।
উত্তরঃ
৩৫। পুরষের গলার স্বর মোটা কিন্তু নারী ও শিশুদের গলার স্বর চিকন। কার শব্দের কম্পাংক সবচেয়ে কম?
উত্তরঃ পুরুষের স্বরের কম্পাংক কম
৩৬। নারী ও শিশুদের ভোকাল কর্ড পুরষের চেয়ে …………… থাকে।
উত্তরঃ কম দৃঢ় থাকে
৩৭। শ্রবণযোগ্য শব্দের কম্পাংকের সীমা কত?
উত্তরঃ 20Hz থেকে 20000Hz
৩৮। ইনফ্রাসোনিক কম্পনের কম্পাংকের উর্ধবসীমা কত?
উত্তরঃ <20Hz
৩৯। আল্ট্রাসোণিক কম্পনের নিম্নসীমা কত?
উত্তরঃ >20000Hz
৪০। শব্দেতর তরঙ্গের কম্পাংক কত?
উত্তরঃ 20 Hz এর চেয়ে কম
৪১। শব্দোত্তর তরঙ্গের কম্পাংক কত?
উত্তরঃ 20000Hz এর চেয়ে বেশি
৪২। শব্দের বেগ মাধ্যমের কোন কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে?
উত্তরঃ তাপমাত্রা, ঘনত্ব, এবং স্থিতিস্থাপকতা
৪৩। শব্দের তীব্রতা তার বিস্তারের …………………… সমানুপাতিক।
উত্তরঃ বর্গের
৪৪। সাধারণত ফাঁকা দালানের ভিতর কথা বললে একধরণের গমগম আওয়াজ হয়। এটি কেন হয়?
উত্তরঃ প্রতিধ্বনি সৃষ্টি হয় বলে
৪৫। শব্দানুভূতির স্থায়িত্বকাল কত?
উত্তরঃ ০.১ সেকেন্ড
৪৬। বাদুড় কোন ধরণের কম্পন/শব্দ তৈরী করে?
উত্তরঃ শব্দোত্তর কম্পন
৪৭। বাদুড় তার চলার পথে কত কম্পাংকের শব্দ তৈরী করে?
উত্তরঃ 100000Hz
৪৮। শব্দের বেগের সাথে মাধ্যমের তাপমাত্রার সম্পর্ক লিখ।
উত্তরঃ শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক।
৪৯। শব্দের বেগ বাতাসের কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে না?
উত্তরঃ চাপের উপর নির্ভর করে না।
৫০। বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগের কী পরিবর্তন হয়?
উত্তরঃ আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগ বৃদ্ধি পায়
৫১। বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ কমে গেলে বাতাসের ঘনত্বের কী পরিবর্তন হয়?
উত্তরঃ ঘনত্ব হ্রাস পায়
৫২। সন্তানসম্ভবা মায়ের গর্ভে নবজাতককে সনাক্ত করার পদ্ধতির নাম কী? এই পদ্ধতিতে কোন ধরণের শব্দ/কম্পন
ব্যবহার করা হয়?
উত্তরঃ শব্দোত্তর কম্পন বা Ultrasound
৫৩। সিসমিক সার্ভে কী?
উত্তরঃ শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে মাটির নিচে তেল, গ্যাসের অস্তিত্ব নির্নয়ের পদ্ধতিকে সিসমিক সার্ভে বলে।
৫৪। সিসমিক সার্ভেতে শব্দের কোন বৈশিষ্ট্যকে কাজে লাগানো হয়?
উত্তরঃ শব্দের প্রতিফলন বা প্রতিধ্বনি
৫৫। জিওফোন কী? জিওফোন কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ জিওফোন হল Ultrasound receiver বা গ্রাহক যন্ত্র
৫৬। ল্যাবরেটরিতে ছোটখান যন্ত্র পরিষ্কার করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম কী? এই ধরণের যন্ত্রে কোন ধরণের
শব্দ/কম্পন ব্যবহার করা হয়?
উত্তরঃ Ultrasound
৫৭। সুরশলাকার কম্পনে কতটি কম্পাংক/তরঙ্গ থাকে?
উত্তরঃ একটি
৫৮। বাদ্যযন্ত্রের সুরে কতটি কম্পাংক/তরঙ্গ থাকে?
উত্তরঃ একাধিক
৫৯। শব্দের তীব্রতা কাকে বলে?
উত্তরঃ কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ শব্দ শক্তি আপতিত হয় তাকে শব্দের তীব্রতা বলে।
৬০। কিসের সাহায্যে একটি শব্দ কতটুকু জোড়ালো তা নির্ণয় করা হয়?
উত্তরঃ শব্দের তীব্রতা
৬১। শব্দের তীক্ষ্ণতার একক কী?
উত্তরঃ Hz
৬২। ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র দ্বারা সৃষ্ট শব্দ/সুরের পার্থক্য কী বলে?
উত্তরঃ টিম্বার (Timbre)
৬৩। মশার পাখার শব্দের পরিমাণ কত?
উত্তরঃ 0dB
৬৪। তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ ……………… পায়।
উত্তরঃ বৃদ্ধি পায়
৬৫। তাপমাত্রা বৃদ্ধি করলে প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব ………………… পায়?
উত্তরঃ বৃদ্ধি পায়
৬৬। বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব ……………………… পায়?
উত্তরঃ বৃদ্ধি পায়
৬৭। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগের দ্বিগুণ হয়?
উত্তরঃ ৮১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
৬৮। তরঙ্গ মাধ্যম পরিবর্তন করলে কম্পাংকের ………………………………।
উত্তরঃ কোনো পরিবর্তন হয় না।
৬৯। স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থাকে কী বলে?
উত্তরঃ দশা
৭০। হ্রদযন্ত্রের ত্রুটি এবং টিউমার সনাক্তকরণে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ Ultrasonogram
৭১। অনুদৈর্ঘ্য তরঙ্গ কম্পনের দিকের সাথে কীভাবে অগ্রসর হয়?
উত্তরঃ সমান্তরালভাবে
৭২। অনুপ্রস্থ তরঙ্গ কম্পনের দিকের সাথে কীভাবে অগ্রসর হয়?
উত্তরঃ সমকোণে
৭৩। কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাংক বৃদ্ধি করা হলে কী কমে যাবে?
উত্তরঃ তরঙ্গদৈর্ঘ্য
৭৪। শব্দেতর শব্দ শুনতে পায় কোন প্রাণী?
উত্তরঃ হাতি
৭৫। যে যন্ত্র শব্দশক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তর করে তার নাম কী?
উত্তরঃ মাইক্রোফোন
৭৬। যে যন্ত্র তড়িৎশক্তিকে শব্দ শক্তিতে রুপান্তর করে তার নাম কী?
উত্তরঃ স্পীকার
৭৭। উৎসের কম্পন প্রতিসেকেন্ডে ২০,০০০ হার্টজ এর চেয়ে বেশি হলে শব্দটি কীরুপ?
উত্তরঃ Ultrasound (শবোত্তর কম্পন)
৭৮। শব্দোত্তর কম্পাংক/শব্দ শুনতে পায় কোন প্রাণী?
উত্তরঃ কুকুর বা বাদুড়
৭৯। তরঙ্গের তীব্রতা এর বিস্তারের …………………… সমানুপাতিক।
উত্তরঃ বর্গের
৮০। বাতাসের মধ্যে শব্দের বেগ বাতাসের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখানে তাপমাত্রার একক কোন স্কেলে পরিমাপ করতে হয়?
উত্তরঃ কেল্ভিন
৮১। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
উত্তরঃ কঠিন মাধ্যম (হীরা)
৮২। চড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত?
উত্তরঃ
৮৩। আলোর বেগ কত?
উত্তরঃ
৮৪। তার দিয়ে তৈরী কয়েকটি বাদ্যযন্ত্রের নাম লিখ।
উত্তরঃ একতারা, বেহালা, সেতার
৮৫। তড়িৎচুম্বকীয় তরঙ্গ ছাড়া আর কোন তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না?
উত্তরঃ গ্রাভিটি ওয়েভ
৮৬। তরঙ্গের উপরস্থিত কোনো কণার সরণের সমীকরণ লিখ।
উত্তরঃ
Leave a Reply