Pressure/চাপের ধারণা
আলোচনার শুরুতে চাপের সংজ্ঞাটা জেনে নেই। তারপর ব্যাখ্যায় আসি।
সংজ্ঞাঃ একক ক্ষেত্রলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে।
চাপের একক নিউটন /মি২ বা প্যাসকেল।
ব্যাখ্যাঃ আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় চাপ শব্দতা নানাভাবে ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানে চাপ শব্দটার একটা সুনির্দিষ্ট অর্থ রয়েছে। আমরা আগের অধ্যায়গুলোতে নানা সময় নানা ধরণের বল প্রয়োগ করার কথা বলেছি, তবে বলটি ঠিক কীভাবে প্রয়োগ করা হবে, সেটি বলা হয়নি। যেমন তুমি একটা পাথরকে এক হাতে ঠেলতে পারো, দুই হাতে ঠেলতে পারো কিংবা তোমার সারা শরীর দিয়ে ঠেলতে পারো (চিত্র 5.01)। প্রত্যেকবার তুমি সমান পরিমাণ বল প্রয়োগ করলেও চাপ কিন্তু হবে ভিন্ন। প্রথম ক্ষেত্রে তুমি তোমার হাতের তালুর ক্ষেত্রফলের ভেতর দিয়ে বল প্রয়োগ করেছ, যদি তোমার প্রয়োগ করা বল হয় F এবং হাতের তালুর ক্ষেতফল হয় A তাহলে চাপ হচ্ছে
চাপের একক নির্ণয়ঃ
চাপের একক হবে “বলের একক/ক্ষেত্রফলের একক”। বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মি২। একারণে চাপের একক নিউটন/মি২। এক নিউটন/মি২ কে এক প্যাসকেল বলে।
চাপ একটি স্কেলার রাশি কারণ এটি দিকের উপর নির্ভর করে না।
প্রশ্নঃ এক প্যাসকেল কাকে বলে?
উত্তরঃ 1m2 ক্ষেত্রফলের উপর 1N বল প্রয়োগ করলে যে চাপের সৃষ্টি হয় তাকে 1 Pa বলে।
প্রশ্নঃ 10 Pa চাপ বলতে কী বুঝ?
উত্তরঃ 1m2 ক্ষেত্রফলের উপর 10N বল প্রয়োগ করলে যে চাপের সৃষ্টি হয় তাকে 10 Pa বলে।
প্রশ্নঃ চাপ বাড়ানোর দুটি উপায়গুলো কী কী?
উত্তরঃ প্রথম উপায়– ক্ষেতফলকে একই রেখে বলের মান বৃদ্ধি করলে
দ্বিতীয় উপায়– বলের মান একই রেখে ক্ষত্রফলের মান হ্রাস করলে
প্রশ্নঃ ঘনত্ব কাকে বলে?
উত্তরঃ একক আয়তনে কোনো বস্তুর ভরকে ঘনত্ব বলে।
ধরি,
V আয়তনের কোনো বস্তুর ভর M
1 (একক) ,, ,, ,, ,, M/V
ঘনত্ব,
ঘনত্বের এককkg/m3 বা g/cm3.